রোনাল্ডো বনাম মেসি দ্বৈরথ শীঘ্রই দেখা যেতে পারে নিয়মিতভাবে। সৌদি প্রো লিগে। আল নাসের রেকর্ড গড়া ২০০ মিলিয়ন ইউরোয় সই করিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এবার সবকিছু ঠিকঠাক থাকলে রোনাল্ডোর বেতনকে ছাপিয়ে যেতে চলেছেন লিওনেল মেসি। সৌদি লিগে আল নাসেরের প্রতিপক্ষ ক্লাব আল হিলাল এবং আল ইত্তিহাদ সই করাতে চাইছে মেসিকে। সদ্য বিশ্বকাপজয়ী সই করানোর জন্য প্রত্যেক মরশুমে ৩৫০ মিলিয়ন ইউরো খরচেও প্রস্তুত তাঁরা। এমনটাই জানিয়েছে, স্প্যানিশ প্রচারমাধ্যম মার্কা।
এমনকি দুই সৌদির ক্লাব মেসিকে সই করানোর জন্য সরকারের কাছে আর্থিক তহবিলের সাহায্যও চেয়েছে। এমনটাই বলা হচ্ছে স্প্যানিশ প্রচারমাধ্যমে।
আরও পড়ুন: ধুলোয় মিশল PSG-র দম্ভ! মেসি-এমবাপে-নেইমারকে নিয়েও শোচনীয় হার
কয়েকদিন আগেই ডেইলি মেইল-এর রিপোর্টে বলা হয়েছিল ট্রান্সফার ব্যান না থাকলে আল নাসের নয়, রোনাল্ডোর ঠিকানা হতে পারত আল হিলাল। বলা হচ্ছে, আল হিলালের মহম্মদ কানো আল নাসেরে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষমেশ আল হিলালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে আল হিলাল ইচ্ছা থাকলেও রোনাল্ডোকে সই করাতে পারেনি। রোনাল্ডোকে সই করালে ট্রান্সফার ব্যানের কবলে পড়তে পারত হিলাল।
সম্প্রতি আল নাসের কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, এফএ-র নিষেধাজ্ঞা ওঠার পর শীঘ্রই ক্লাবের জার্সিতে অভিষেক ঘটাবেন মহাতারকা। তবে তাঁর আগে পিএসজির বিরুদ্ধে আল নাসের-আল হিলাল বাছাই একাদশের জার্সিতে এক প্রীতি ম্যাচে নামতে পারেন রোনাল্ডো। সৌদি লিগে সই করার পর রোনাল্ডো আল নাসেরের হয়ে দুটো ম্যাচে খেলতে পারেননি। আল শাবাবের বিরূদ্ধে পরের লিগ ম্যাচেও খেলতে পারবেন না তিনি। জানুয়ারির ২২-এ আল ইত্তেফাকের বিপক্ষে নাসেরের জার্সিতে অভিষেক ঘটতে পারে রোনাল্ডোর। তবে তার আগেই জানুয়ারির ১৯-এ মেসির সঙ্গে মোলাকাত হতে পারে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে।