কয়েক দিন আগেই সপ্তমবারের মত ব্যালন ডি'ওর জিতেছিলেন। তবে সেই আনন্দের রেশ কাটার আগেই এবার নতুন বছরে বড়সড় দুঃসংবাদ আছড়ে পড়ল ফুটবল মহলে। করোনা আক্রান্ত হলেন আর্জেন্টিনীয় সুপারস্টার।
পিএসজি রবিবার জানিয়েছে, চারজন ফুটবলার করোনা পজিটিভ ধরা পড়েছেন। এদের মধ্যে রয়েছেন লিওনেল মেসিও। সোমবার ফ্রেঞ্চ কাপে নামছে পিএসজি। তার আগে বড়সড় খবর।
শনিবার রাতে ক্লাবের তরফে যে প্রেস বিবৃতি বের করা হয়েছে, সেখানে জানানো হয়েছে, একজন সাপোর্ট স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে অবশ্য আক্রান্ত ফুটবলারদের নাম প্রকাশ করা হয়নি। তবে পরে জানানো হয়, মেসি ছাড়াও লেফট ব্যাক হুয়ান বার্নাত, ব্যাক আপ গোলকিপার সের্জিও রিকো এবং ১৯ বছরের মিডফিল্ডার নাথান বিটুমজালা করোনা সংক্রমিত হয়েছেন।
সোমবার পিএসজি খেলবে ভেনসের মাঠে। ফ্রেঞ্চ কাপে রবিবার গতবারের রানার্স মোনাকো মুখোমুখি হবে দ্বিতীয় ডিভিশনের কুয়েভিলি রৌয়েনের বিরুদ্ধে। জিতলেই মোনাকো পৌঁছে যাবে শেষ ষোলোয়। মোনাকো শনিবার জানিয়েছিল, তাঁদের সাতজন আক্রান্ত হয়েছে। তবে তাঁদের কারোরই সেরকম উদ্বেগজনক উপসর্গ নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন