কাতারে ইতিহাস গড়ে বিশ্বকাপ জিতেছেন লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শাপমোচন ঘটেছে মেসির পায়ে। এবার সেই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখার জন্য মেসি বিশ্বকাপজয়ী সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের সকলকে একটি করে সোনার আইফোন উপহার দিতে চলেছেন।
ব্রিটিশ ট্যাবলয়েড 'দ্য সান'-এর রিপোর্ট অনুযায়ী, ২৪ ক্যারাট সোনা দিয়ে বিশেষভাবে তৈরি আইফোনের অর্ডার দিয়েছেন মেসি। প্রতিটি এই সোনার আইফোনের দাম ১ লক্ষ ৭৫ হাজার পাউন্ড। ভারতীয় মুদ্রায় যাঁর পরিমাণ ১.৭৩ কোটি টাকা। প্রত্যেক ফোনে সংশ্লিস্ট ফুটবলারের নাম, জার্সি নম্বর এবং আর্জেন্টিনার লোগো খোদাই করা রয়েছে। গত শনিবারই মেসির প্যারিসের বাড়িতে সেই আইফোন চলে এসেছে।
আরও পড়ুন: একটা বিশ্বকাপেই ১৩ গোল! চলে গেলেন মেসি-রোনাল্ডোদের স্বপ্নের রেকর্ডের মালিক
নিজেদের সূত্রকে উদ্ধৃত করে দ্য সান জানিয়েছে, "লিওনেল মেসি নিজের গর্বের মুহূর্ত স্মরণীয় করে রাখতে স্পেশ্যাল কিছু করতে চেয়েছিলেন। উনি উদ্যোগপতি বেন লিয়ন্সের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই ওঁরা এই ডিজাইন তৈরি করে ফেলেন।"
আই-ডিজাইন গোল্ডের সিইও বেন লিয়ন্স 'দ্য সান'-কে জানিয়েছেন, "লিওনেল (মেসি) স্রেফ সর্বকালের শ্রেষ্ঠ নন, উনি আই-ডিজাইন গোল্ডের অন্যতম অনুগত গ্রাহক। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ও আমাদের সঙ্গে যোগাযোগ করে। ও আমাদের জানান স্মরণীয় মুহূর্ত উদযাপন করার জন্য বাকি সতীর্থ, সাপোর্ট স্টাফদের বিশেষ কিছু উপহার দিতে চায়। তবে সাধারণ ঘড়ি দিতে চাইছিল না। তারপরেই আমি সোনার আইফোনে নিজেদের নাম খোদাই করা উপহারের কথা জানাই। সঙ্গেসঙ্গেই আমার আইডিয়া পছন্দ হয়ে যায় ওঁর।"
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনীয় স্কোয়াড:
এমি মার্টিনেজ, ফ্রাঙ্কো আর্মানি, জেরনিমো রুলি, মার্কোস আকুনা, হুয়ান ফয়েথ, লিসান্দ্র মার্টিনেজ, নিকোলাস তাগলিফিকো, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, জার্মান পাজেল্লা, এঞ্জেল ডি মারিয়া, লিয়েন্দ্র পারেদেস, রড্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক আলিস্তার, এনজো ফার্নান্দেজ, এজেকুয়েল প্যালাসিওস, গুইদো রদ্রিগেজ, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা, এঞ্জেল কোরিয়া, হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, আলেহান্দ্র গোমেজ, লিওনেল মেসি
Read the full article in ENGLISH