Advertisment

PSG-র সঙ্গে মেসির ডিভোর্স হচ্ছেই, বিরাট আপডেটে তোলপাড় বিশ্বফুটবল

মেসির ভবিষ্যৎ ঠিক হয়েই গেল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিখ্যাত ফরাসি সংবাদমাধ্যম ল্য ইকুঁয়েপ আসল সত্যি জানিয়েই দিল। সমর্থকদের দুঃসংবাদ দিয়ে জানিয়ে দিল, মেসির সঙ্গে পিএসজির বিচ্ছেদ আসন্ন। প্রতিবেদনে লিখে দেওয়া হল, "পিএসজিতে পরের সিজনে অভিযানে নামা আর ঠিক হবে না মেসির। প্যারিসে মেসির থাকার একমাত্র দরজা থাকছে যদি আর্জেন্টাইন নিজের বেতনের বড়সড় অঙ্ক কাটছাঁট করে। প্যারিসে যে মেসি অপরিহার্য তা শোনার অপেক্ষায় রয়েছে লা পুলগা।"

Advertisment

"বিচ্ছেদের সামনে দাঁড়িয়ে রয়েছে মেসি", সংবাদপত্রের কভারে এমনটাই শিরোনাম করা হয়েছে। ক্লোজ আপে দাঁড়িওলা মেসির পিএসজি সতীর্থদের মধ্যমণি হয়ে মাঠের বাইরে স্ট্যান্ডিং এরেনায় টানেলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এমন ছবি লিড ইমেজ হিসাবে বেছে নেওয়া হয়েছে।

সংবাদপত্রের তরফেও বড়সড় ভোলবদল ঘটল। গত ডিসেম্বরেই এই প্রচারমাধ্যমে মেসিকে নিয়ে শিরোনাম করা হয়েছিল, 'মেসি, লে ফ্রাঙ্কইস', অর্থাৎ মেসি, 'দ্য ফ্রেঞ্চম্যান'।

আরও পড়ুন: PSG হারল, ২৬ বার বল খোঁয়ালেন মেসি! টিটকিরিতে কিংবদন্তিকে অপমানে মুড়ে দিল সমর্থকরা

পিএসজিতে যোগ দেওয়ার ঠিক আগে প্যারিসের সঙ্গে নিজের সম্পর্ক খোলসা করতে গিয়ে মহাতারকা বলেছিলেন, "স্বীকার করতেই হচ্ছে, কিছুটা হারিয়ে গিয়েছি যেন। এই শহরকে আরও ভালোভাবে জানতে হবে। যাতে এখানে থাকাটা কিছুটা সহজ হয়। বার্সেলোনা শহর আমার অভ্যেস হয়ে গিয়েছিল। ওখানকার সমস্ত গলি-রাস্তা নখদর্পণে ছিল। এক-একটা জায়গায় বহুবার গিয়েছি।"

পিএসজিতে চলে আসার পর মেসির সঙ্গে তাঁর পরিবারও প্যারিসে শিফট করেছিল। তবে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে মহানায়কের। এমন আবহে গের একবার মেসির বার্সেলোনায় প্রত্যাবর্তনের সম্ভবনা জোরালো হচ্ছে।

লিয়-র বিরুদ্ধে পিএসজির শেষ ম্যাচে ফের একবার সমর্থকদের কাছ থেকে টিটকিরি হজম করতে হয়েছিল মেসিকে। মেসির সঙ্গে পিএসজির সম্পর্ক যে কার্যত শেষ, তা আর বলার অপেক্ষা রাখে না।

Read the full article in ENGLISH

leo messi PSG Lionel Messi
Advertisment