Advertisment

মেসিই ফের ব্যালন-সেরা! কাটা ঘায়ে নুনের ছিঁটে এমবাপের, প্ৰথম দুইয়েই নেই তিনি

মেসির হাতেই ব্যালনের পুরস্কার

author-image
IE Bangla Sports Desk
New Update
lionel-messi

মেসিই ফের ব্যালন-জয়ী (টুইটার)

রোনাল্ডো তো আলোচনাতেই ছিলেন না। নতুন প্রজন্মের দুই সুপারস্টার এর্লিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপেরাও পাত্তা পেলেন না। মেসির হাতেই উঠল অষ্টম ব্যালন ডি'ওরের পুরস্কার। কাতারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন। পিএসজির জার্সিতে ৫৫ ম্যাচে ৩২ গোল করেছেন। মেসির দাপটেই লিগা ওয়ান খেতাব জিতেছে প্যারিসের ক্লাবটি। এমবাপের সরিয়ে ব্যালন জয়ীদের সেরা তারকাদের ক্রমতালিকায় দ্বিতীয় হয়েছেন এর্লিং হাল্যান্ড। ম্যান সিটির জার্সিতে ট্রেবল জিতেছেন সুপারস্টার। বিশ্বকাপের ফাইনালে দলকে পৌঁছে দিতে এবং মহা-ম্যাচে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপে এই তালিকায় তৃতীয়।

Advertisment

মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির অন্যতম অংশীদার ডেভিড বেকহ্যাম প্যারিসের থিয়েটার দি শার্লে মহাতারকার হাতে পুরস্কার তুলে দেন। মেসি বলে দিয়েছেন, "এখানে এসে আবার এই মুহূর্ত উপভোগ করতে পারাটা দারুণ অভিজ্ঞতা।" বলে দিয়েছেন, বিশ্বকাপ জয় তাঁর কাছে স্বপ্নের মুহূর্ত ছিল। "বিশ্বকাপ জিতে নিজের স্বপ্নপূরণ করতে পারাটা দারুণ ব্যাপার।" বলে দিয়েছেন কিংবদন্তি।

মেসির বিষয়ে বলতে গিয়ে ডেভিড বেকহ্যাম জানিয়েছেন, "ও মিয়ামির প্লেয়ার, এটা বলতে পারাও দারুণ গর্বের বিষয়। ও এখন আমাদের শহরেই রয়েছে। ও এই পুরস্কার জয় সেলিব্রেট করবে সতীর্থ এবং পরিবারের সঙ্গে। মিয়ামির স্টাইলে এই জয় উদযাপন করার সর্বাত্মক চেষ্টা করব আমরা। দারুণ একটা পার্টি হতে চলেছে।"

ব্যালন ডি'ওর পাওয়ার লড়াইয়ে সাতজনই ম্যানসিটি তারকা ছিলেন। সেরা দশে এঁদের মধ্যে ছিলেন হাল্যান্ড, ডে ব্রুইন, রদ্রি, হুলিয়ান আলভারেজ এবং বার্নার্দো সিলভা।

বার্সেলোনা মিডফিল্ডার আইতানা বোমাত্তি মহিলাদের ব্যালন ডি'ওর জিতলেন। গত গ্রীষ্মে স্পেনকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন তিনি। সেরার সেরা পারফরম্যান্সের পর তাঁকে টুর্নামেন্ট সেরা ঘোষণা করা হয়। সেই সঙ্গে ক্লাবকে টানা চতুর্থতম লিগা এফ খেতাব জিততে সাহায্য করেছেন। সেই সঙ্গে এই বছরেই মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন।

জয়ের পর তিনি বলেছেন, "ব্যালন ডি'ওর জেতায় আমি গর্বিত। ফুটবল দলগত খেলা। এই আমার সতীর্থ, কোচিং স্টাফের সকলেই এই ট্রফি জয়ে অবদান রয়েছে। রোলমডেল হিসাবে মাঠ এবং মাঠের বাইরে আমাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আমরা এথলিটদের থেকেও আরও বেশি কিছু। দৃষ্টান্ত স্থাপন করতে হয় আমাদের। আরও একটা ভালো, শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ বিশ্বের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। মনোনয়ন পাওয়া বাকি ফুটবলারদেরও অভিনন্দন। ওঁরাও দুরন্ত ফুটবলার।"

মহিলাদের ব্যালন তালিকায় দ্বিতীয় হয়েছেন চেলসি তারকা স্যাম কের। বার্সেলোনা তারকা সালমা পারালুয়েলো, ফ্রিডললিনা রোলফো যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ হয়েছেন।

Kylian Mbappe Lionel Messi leo messi
Advertisment