/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/mateo.jpg)
ঠিক যেন মেসির জেরক্স কপি! দেখুন খুদে ম্য়াটিও কেমন বাবাকে নকল করল
'বাপ কা বেটা' বোধ হয় একেই বলে। বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসির তিন ছেলে। বড় ছেলে থিয়াগো, মেজ জন ম্য়াটিও আর সবেচেয়ে ছোট্ট সিরো। ম্য়াটিওর বয়স এখন চার বছর। আর এর মধ্য়েই সে গায়ে জার্সি চাপিয়ে মাঠে নেমে পড়েছে।
একা একাই প্র্য়াকটিস সারছে ম্য়াটিও। আর তার স্কিল এখনই তাক লাগিয়ে দিয়েছে। ম্য়াটিওর মা ওরফে মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজো ইনস্টাগ্রামে ম্য়াটিওর দু'টি ছবি আর একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে ফাঁকা মাঠে গোল করার পর ম্য়াটিও একেবারে তার বাবার মতোই সেলিব্রেশন করছে। যা দেখে নেটিজেনরা চমকে গিয়েছেন। সোশাল মিডিয়ার মন জয় করে নিল ম্য়াটিও।
আরও পড়ুন: ১০ হলুদ কার্ডের ম্য়াচে মেসিহীন আর্জেন্তিনা ড্র করল চিলির সঙ্গে
Mateo recreating a move Lionel Messi used in finishing Real Madrid in the UCL pic.twitter.com/D0TuB0Awfk
— Numero Uno (@Ayokunnu_) September 12, 2019
চার দিন আগে ম্য়াটিওর জন্মদিন ছিল, সেই উপলক্ষ্য়েই তার ছবি ও ভিডিও টুইট করেছিল অ্যান্তোনেলা। অন্য়দিকে পেশির চোটের জন্য় আগামী মঙ্গলবার মেসির চ্য়াম্পিয়ন্স লিগে নামা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে তিনি আদৌ ফিট হবেন কি না জানে না বার্সা। গত অগাস্টেই এই চোট পান তিনি।