Liton Das on his champions Trophy snub: লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া নিয়ে সরাসরি এবার ক্ষোভ ব্যক্ত করলেন। বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়া নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন। তাঁর মতে, পারফরম্যান্স ভালো হওয়া সত্ত্বেও তাঁকে দলে রাখা হয়নি, যা তাঁর জন্য অত্যন্ত কষ্টদায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লিটন জানিয়েছেন, "আমি ভেবেছিলাম আমার সাম্প্রতিক পারফরম্যান্স আমাকে দলে নিশ্চিত করবে। কিন্তু যখন আমি বাদ পড়ার খবর পেলাম, এটা আমার কাছে খুবই বিস্ময়কর ছিল।"
যেদিন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়ার খবর পেয়েছেন, সেদিনই বিপিএল-এ দুর্ধর্ষ শতরান করে নির্বাচকদের বার্তা দিয়েছেন। তিনি আরও বলেন, "ক্রিকেটারদের ক্ষেত্রে ধারাবাহিক পারফরম্যান্স দেখানো গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি আমি সেটা করেছি। তবুও, আমাকে দলে রাখা হলো না।"
লিটনের মতে, এ ধরনের সিদ্ধান্ত একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলে। তিনি বলেন, "আমরা সবসময় আমাদের দেশের জন্য খেলতে চাই। কিন্তু যখন এ ধরনের সিদ্ধান্ত আসে, তখন তা মানসিকভাবে ভেঙে দেয়।"
টি২০-তে সেঞ্চুরি করলেও লিটন ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে বারবার ব্যর্থ হয়েছেন। শেষ সাতটা ওয়ানডে ইনিংসে লিটন একবারও দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। শেষবার হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২০২৩-এর অক্টোবরে।
বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও এই বিষয়ে কোনও সরকারিভাবে বক্তব্য রাখেনি। তবে ভক্ত এবং ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, লিটনের মতো একজন প্রতিভাবান ব্যাটারকে বাদ দেওয়া দলটির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।
লিটন দাস বর্তমানে ঘরোয়া ক্রিকেট এবং পরবর্তী আন্তর্জাতিক সিরিজে নিজের পারফরম্যান্স উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছেন। ভক্তরা আশা করছেন, তিনি আবারও জাতীয় দলে ফিরে এসে নিজের প্রতিভার পরিচয় দেবেন।