Advertisment

ব্রাজিলের পর 7UP হজম ম্যান ইউ-র! লিভারপুলের কাছে লজ্জার বিপর্যয় রেড ডেভিলসদের

রোনাল্ডোকে ছাড়ার পর বড়সড় বিপর্যয় ম্যান ইউয়ের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রোনাল্ডোকে ছেড়ে কি সর্বনাশ হল লিভারপুলের। সেজে প্রশ্নই এবার উঠে গেল রবিবার রাতের পর। ২০১৪-য় ব্রাজিল বনাম জার্মানি ম্যাচের স্মৃতি ফিরিয়ে ম্যান ইউ এবার বিধ্বস্ত হল ৭-০ ব্যবধানে। লিভারপুল মাটিতে নামিয়ে আনল এরিক টেন হ্যাগের দলকে।

Advertisment

কোডি ডাকপো, ডারউইন নুনেজ, মহম্মদ সালাহ প্রত্যেকেই দুটো করে গোল করে যান। রবার্তো ফিরমিনহো একটা গোল করেন। দ্বিতীয়ার্ধেই হাফডজন গোল হজম করে রেড ডেভিলসরা।

ইউনাইটেড ম্যানেজার হিসাবে এটাই এরিক টেন হ্যাগের সবথেকে লজ্জার হার। রবিবার রাতে বিধ্বস্ত হওয়ার পর ট্রফি জেতার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেল ম্যান ইউ। শেষ চারে থাকা নিয়ে সংশয় হাজির হল রেড ডেভিলসদের সংসারে। রবিবার হেরে গেল নিউক্যাসল, টটেনহ্যামের মত দল। এতে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার সম্ভাবনা জোরদার হল।

৪৩ মিনিটে গাকপো গোলবন্যার সূচনা করেন। মার্কাস রাশফোর্ড এবং ব্রুনো ফার্নান্দেজ ইউনাইটেডের হয়ে গোলের সুযোগ নষ্ট করেন। নুনেজ এবং গাকপো ৫০ মিনিটের মধ্যেই পরপর দু-গোল করে ৩-০ করে দিয়েছিলেন বিরতির পর।

এরপরে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে ইউনাইটেড। তবে সফল হয়নি। ৬৬ এবং ৭৫ মিনিটে ফের গোল করে যান সালাহ এবং নুনেজ। ৮৩ মিনিটে সালাহ দলের ষষ্ঠ গোল করে যান। পরিবর্ত হিসাবে নেমে ফিরমিনহো ৮৮ মিনিটে ৭-০ করেন।

Read the full article in ENGLISH

Liverpool Manchester United EPL
Advertisment