LSG vs CSK Dream 11 Prediction, IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৩০ নম্বর ম্য়াচে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। সোমবার অর্থাৎ ১৪ এপ্রিল লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে। এই মরশুমে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। এখনও পর্যন্ত তারা ৬ ম্য়াচের মধ্যে চারটেয় জয়লাভ করেছে। মাত্র ২ ম্য়াচে তারা হেরে গিয়েছে। অন্যদিকে, পাঁচবারের আইপিএল খেতাবজয়ী দল চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত যারপরনাই খারাপ পারফরম্য়ান্স করেছে। গত ৬ ম্যাচের মধ্যে পাঁচটাতেই তারা হেরে গিয়েছে। কেমন হতে পারে চেন্নাই বনাম লখনউ ম্যাচের সম্ভাব্য Dream11, আসুন সেই ব্যাপারে আলোচনা করা যাক।
তিন ব্যাটার এবং তিন উইকেটকিপারকে দলে জায়গা দিতে পারেন
লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের মধ্য়ে আয়োজিত এই হাড্ডাহাড্ডি ম্য়াচ ড্রিম 11 নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আপনি উইকেটকিপারের অপশন হিসেবে তিনজন ক্রিকেটারকে বেছে নিতে পারে। এই তালিকায় রাখতে পারেন নিকোলাস পুরান, ডেভন কনওয়ে এবং ঋষভ পন্থকে (Rishabh Pant)। পাশাপাশি এই দলে আপনি তিনজন ব্যাটারকে সুযোগ দিতে পারে। তাঁরা হলেন মিচেল মার্শ, রাচিন রবীন্দ্র এবং শিবম দুবে। অলরাউন্ডার হিসেবে আপনি ২ খেলোয়াড়কে বেছে নিতে পারেন। দলে রাখতে পারেন এইডেন মার্করাম এবং রবীন্দ্র জাদেজাকেও। বোলারদের তালিকায় রাখতে পারেন নুর আহমেদ, শার্দূল ঠাকুর এবং দিগ্বেশ রথীকে। এই ড্রিম 11-এর অধিনায়ক হিসেবে আপনি বেছে নিতে পারেন নিকোলাস পুরানকে। চলতি আইপিএল মরশুমে এই ক্যারিবিয়ান ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছেন। আর সহ অধিনায়ক বেছে নিতে পারেন নুর আহমেদকে।
একনজরে LSG vs CSK ম্য়াচের Dream11 দল
নিকোলাস পুরান (অধিনায়ক), ডেভন কনওয়ে, ঋষভ পন্থ, মিচেল মার্শ, রাচিন রবীন্দ্র, শিবম দুবে, এইডেন মার্করাম, রবীন্দ্র জাদেজা, নুর আহমেদ (সহ অধিনায়ক), শার্দূল ঠাকুর, দিগ্বেশ রথী।
হেড-টু-হেড পরিসংখ্যানে এগিয়ে লখনউ
এলএসজি এবং চেন্নাইয়ের মধ্যে আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত মোট ৫ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে তিনবার লখনউ সুপার জায়ান্টস জয়লাভ করেছে। আর ধোনির দল (MS DHONI) জিতেছে মাত্র একটি ম্য়াচে। বাকি একটি ম্য়াচ অমীমাংসিত রয়েছে। একানা স্টেডিয়ামে এই দুটো দল এখনও পর্যন্ত ২ ম্য়াচ খেলেছে। এরমধ্যে একটি ম্য়াচ লখনউ জিতেছে। বাকি একটি ম্য়াচের কোনও ফলাফল নির্ধারিত হয়নি।