LSG vs CSK IPL 2025 HIghlights: নমস্কার! iebangla-র লাইভ ব্লগে আপনাকে স্বাগত। সোমবার (১৪ এপ্রিল) আইপিএল টুর্নামেন্টে আরও একটি রোমাঞ্চকর ম্য়াচের আয়োজন করা হয়েছিল। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ৫ উইকেটে জয়লাঊ করে মহেন্দ্র সিং ধোনির দল।
শেষ হল লখনউয়ের ব্যাটিং
টস জিতে লখনউকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আয়োজিত এই ম্য়াচে লখনউ প্রথমে ব্য়াট করতে নেমেছিল। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। চেন্নাইকে এই ম্য়াচটা জিততে হলে ১৬৭ রান করতে হবে। লখনউ দলের হয়ে সর্বাধিক ৬৩ রান করলেন অধিনায়ক ঋষভ পন্থ। এছাড়া মিচেল মার্শ ৩০ রান করেন। চেন্নাইয়ের হয়ে দুটো করে উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা এবং রবীন্দ্র জাদেজা।
এরপর ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। শুরুটা তাদের অবশ্য খুব একটা ভাল হয়নি। রাচিন রবীন্দ্র (৩৭) একটা দিক ধরে রাখলেও, অন্যদিক থেকে ধারাবাহিকভাবে উইকেট পড়ছিল। তবে শেষবেলায় দলের হাল ধরলেন শিবম দুবে (৪৩) এবং মহেন্দ্র সিং ধোনি (২৬)। অবশেষে টানা পাঁচ ম্যাচ পরাজয়ের পর সাফল্য়ের মুখ দেখতে পেল চেন্নাই।
-
Apr 14, 2025 23:38 IST
LSG vs CSK Live Score, IPL 2025: লখনউকে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস
শেষ হল লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্য়াচ। এই ম্য়াচে ধোনি ব্রিগেড ৫ উইকেটে জয়লাভ করেছে। চেন্নাইয়ের হয়ে শেষপর্যন্ত ধোনি ২৬ রানে এবং শিবম দুবে ৪৩ রানে অপরাজিত থাকেন। এছা়ড়া রাচিন রবীন্দ্র করেছেন ৩৭ রান। লখনউ সুপার জায়ান্টসের হয়ে সর্বাধিক ২ উইকেট শিকার করেছেন রবি বিষ্ণোই।
-
Apr 14, 2025 23:18 IST
LSG vs CSK Live Score, IPL 2025: ১৭ ওভারে এল ১৩ রান
১৭ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে। ক্রিজে রয়েছেন শিবম দুবে এবং এমএস ধোনি চেন্নাইয়ের জয়ের জন্য ১৮ বলে ৩১ রান দরকার।
-
Apr 14, 2025 23:03 IST
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইয়ের পঞ্চম উইকেটের পতন
আউট হলেন বিজয় শংকর। চেন্নাই সুপার কিংসের পঞ্চম উইকেটের পতন হল। ৯ করে তাঁকে ফিরে যেতে হল। দিগ্বেশ রথী তাঁর উইকেট শিকার করেন।
-
Apr 14, 2025 22:48 IST
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইয়ের চতুর্থ উইকেটের পতন
বড় ধাক্কা খেল চেন্নাই শিবির। এবার ফিরে গেলেন রবীন্দ্র জাদেজা। রবি বিষ্ণোইয়ের বলে আউট হলেন জাদেজা। চেন্নাইয়ের দুই রবীন্দ্রকেই পকেটে পুরে নিলেন রবি। ৭ রান করে ফিরে গেলেন জাদেজা।
-
Apr 14, 2025 22:46 IST
LSG vs CSK Live Score, IPL 2025: শেষ হল চেন্নাইয়ের ১০ ওভারের খেলা
১০ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৩ উিকেট হারিয়ে ৮১ রান করেছে। চেন্নাইয়ের জয়ের জন্য ৬০ বলে ৮৬ রান দরকার।
-
Apr 14, 2025 22:45 IST
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাই সুপার কিংসের তৃতীয় উইকেটের পতন
এবার ফিরলেন রাহুল ত্রিপাঠীয তৃতীয় উইকেটের পতন হল চেন্নাই সুপার কিংসের। ৯ রান করে তিনি রবি বিষ্ণোইয়ের বলে আউট হয়ে যান। ব্য়াট করতে নামলেন শিবম দুবে।
-
Apr 14, 2025 22:43 IST
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন
আউট হয়ে গেলেন রাচিন রবীন্দ্র। চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন হল। ৩৭ রান করে এইডেন মারক্রামের বলে তিনি আউট হয়ে গেলেন।
-
Apr 14, 2025 22:25 IST
LSG vs CSK Live Score, IPL 2025: পাওয়ারপ্লে শেষে চেন্নাইয়ের স্কোর
৬ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ১ উইকেট হারিয়ে ৫৯ রান করেন। ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠী (৫) রাচিন রবীন্দ্র (২৫)। দুজনেই বড় রানের পার্টনারশিপের লক্ষ্যে এগোচ্ছেন।
-
Apr 14, 2025 22:07 IST
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন
শেখ রশিদ আউট হতে চেন্নাই সুপার কিংসের প্রথম উইকেটের পতন হল। তিনি ২৭ রান করে আভেশ খানের বলে শিকার হলেন। ক্রিজে ব্যাট করতে এলেন রাহুল ত্রিপাঠী।
-
Apr 14, 2025 22:05 IST
LSG vs CSK Live Score, IPL 2025: তৃতীয় ওভার থেকে এল ১৪ রান
তৃতীয় ওভারের খেলা শেষ হওয়ার পর চেন্নাই সুপার কিংস বিনা উইকেট হারিয়ে ৩৭ রান করেছে। ক্রিজে রয়েছেন শেখ রশিদ এবং রাচিন রবীন্দ্র।
-
Apr 14, 2025 22:04 IST
LSG vs CSK Live Score, IPL 2025: শুরু হচ্ছে চেন্নাইয়ের ইনিংস
টার্গেট তাড়া করতে নেমে চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামলেন শেখ রশিদ এবং রাচিন রবীন্দ্র।
-
Apr 14, 2025 21:30 IST
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইকে ১৬৭ রানের টার্গেট দিল লখনউ
লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আয়োজিত এই ম্য়াচে লখনউ প্রথমে ব্য়াট করতে নেমেছিল। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। চেন্নাইকে এই ম্য়াচটা জিততে হলে ১৬৭ রান করতে হবে। লখনউ দলের হয়ে সর্বাধিক ৬৩ রান করলেন অধিনায়ক ঋষভ পন্থ। এছাড়া মিচেল মার্শ ৩০ রান করেন। চেন্নাইয়ের হয়ে দুটো করে উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা এবং রবীন্দ্র জাদেজা।
-
Apr 14, 2025 21:27 IST
LSG vs CSK Live Score, IPL 2025: এবার ফিরে গেলেন ঋষভ পন্থ
এবার ফিরলেন ঋষভ পন্থ। লখনউয়ের ষষ্ঠ উইকেটের পতন হল। নবাবদের অধিনায়ক ৬৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
-
Apr 14, 2025 21:26 IST
LSG vs CSK Live Score, IPL 2025: লখনউয়ের পঞ্চম উইকেটের পতন
আবদুল সামাদ আউট হতেই লখনউ সুপার জায়ান্টসের পঞ্চম উইকেটের পতন হল। তিনি ২০ রান করে আউট হলেন।
-
Apr 14, 2025 21:24 IST
LSG vs CSK Live Score, IPL 2025: মাথিশা পাথিরানার ওভারে ১৮ রান
১৮ ওভারের খেলা শেষ হওয়ার পর লখনউ সুপার জায়ান্টস ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ৫৫ এবং আবদুল সামাদ ১১ রানে আপাতত ব্যাট করছেন।
-
Apr 14, 2025 21:09 IST
LSG vs CSK Live Score, IPL 2025: হাফসেঞ্চুরি করলেন ঋষভ পন্থ
লখনউ সুপার জায়ান্টসের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে হাফসেঞ্চুরি করলেন দলের নতুন অধিনায়ক ঋষভ পন্থ। ৪২ বলে তাঁর ব্য়াট থেকে ফিফটি বেরিয়ে এল। এই টুর্নামেন্টে তিনি একেবারে ফর্মে ছিলেন না। অবশেষে 'গুরু' ধোনির সামনে তিনি ফর্মে ফিরলেন। আর শুধুমাত্র ফিরলেন না, বিধ্বংসী মেজাজে ফিরলেন।
-
Apr 14, 2025 20:51 IST
LSG vs CSK Live Score, IPL 2025: লখনউয়ের চতুর্থ উইকেটের পতন
আয়ুশ বদৌনি ফিরতেই লখনউয়ের চতুর্থ উইকেটের পতন হল। তিনি ২২ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান। অসাধারণ একটি স্টাম্প আউট করলেন রবীন্দ্র জাদেজা।
आयुष बडोनी के रूप में लखनऊ की टीम को चौथा झटका लगा है। उन्हें 22 रनों के स्कोर पर रवींद्र जडेजा ने पवेलियन भेजा है।
-
Apr 14, 2025 20:19 IST
LSG vs CSK Live Score, IPL 2025: নুর আহমেদের ওভার থেকে এল ৫ রান
৯ ওভারের খেলা শেষ হওয়ার পর লখনউ সুপার জায়ান্টস ২ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ২৩ এবং মিচেল মার্শ ৩০ রানে আপাতত ব্যাট করছেন।
-
Apr 14, 2025 20:16 IST
LSG vs CSK Live Score, IPL 2025: পাওয়ার প্লে শেষে লখনউয়ের স্কোর
৬ ওভারের খেলা শেষ হওয়ার পর লখনউ সুপার জায়ান্টস ২ উইকেট হারিয়ে ৪২ রান করেছে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ৬ এবং মিচেল মার্শ ২২ রানে আপাতত ব্যাট করছেন।
-
Apr 14, 2025 20:14 IST
LSG vs CSK Live Score, IPL 2025: পঞ্চম ওভারে এল ১১ রান
৫ ওভার শেষে লখনউ সুপার জায়ান্ট ২ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং মিচেল মার্শ।
-
Apr 14, 2025 19:57 IST
LSG vs CSK Live Score, IPL 2025: আউট হলেন নিকোলাস পুরান
নিকোলাস পুরান আউট হতেই লখনউয়ের দ্বিতীয় উইকেটের পতন হল। মাত্র ৮ রান করে তিনি ফিরে যান। অংশুল কম্বোজ এই উইকেট শিকার করেন। প্রথমে LBW-এর সিদ্ধান্ত দেননি অন-ফিল্ড আম্পায়ার। এরপর ধোনি মুচকি হেসে রিভিউ নেন। এরপর যা হওয়ার তাই হল। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পর মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়লেন পুরান।
-
Apr 14, 2025 19:39 IST
LSG vs CSK Live Score, IPL 2025: প্রথম ওভারেই ফিরলেন এইডেন মার্করাম
শুরু হয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং। মার্করাম বাউন্ডারি হাঁকিয়ে খাতা খুলেছিলেন। কিন্তু, প্রথম ওভারেই তিনি আউট হয়ে যান। তিনি ৬ রান করেন। লখনউ ১ ওভারে ৬ রান করেন।
-
Apr 14, 2025 19:30 IST
LSG vs CSK Live Score, IPL 2025: শুরু হচ্ছে লখনউয়ের ব্যাটিং
শুরু হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং। ব্যাট হাতে মাঠে নামলেন এইডেন মার্করাম এবং মিচেল মার্শ। গত তিন ম্য়াচে লখনউ পাওয়ার প্লে চলাকালীন একটাও উইকেট হারায়নি। আজকের ম্য়াচে কী হয় সেটাই দেখার। অন্যদিকে বল হাতে প্রস্তুত খলিল আহমেদ।
-
Apr 14, 2025 19:27 IST
LSG vs CSK Live Score, IPL 2025: টস জিতে ফিল্ডিং চেন্নাইয়ের
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস। রবিচন্দ্রন অশ্বিন এবং ডেভন কনওয়ের জায়গায় সুযোগ পেলেন ক্রেগ ওভারটন এবং শেখ রশিদ। লখনউ সুপার জায়ান্টসের প্লেয়িং ইলেভেনে হিম্মত সিংয়ের জায়গায় কামব্যাক করেছেন মিচেল মার্শ।
-
Apr 14, 2025 19:02 IST
LSG vs CSK Live Score, IPL 2025: আজ লখনউকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই চেন্নাইয়ের
টানা ৫ ম্যাচে হারের সঙ্গে পয়েন্ট তালিকার নিচে থাকা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (CSK) দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততে মরিয়া। ধোনি, আহত ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায়, বাকি মরশুমে দলের অধিনায়কের ভূমিকা পালন করছেন।
-
Apr 14, 2025 19:00 IST
LSG vs CSK Live Score, IPL 2025: লখনউয়ের একাদশে থাকবেন মিচেল মার্শ?
লখনউয়ের ওপেনার মিচেল মার্শ গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে খেলেননি। টসের সময় ঋষভ পন্থ জানিয়েছেন যে মার্শের মেয়ে অসুস্থ থাকার কারণে তিনি অনুপস্থিত ছিলেন। এখনও নিশ্চিত নয় যে তিনি সিএসকের বিরুদ্ধে ফিরে আসবেন কি না। তবে মার্শ যদি দলে ফিরে আসেন, তাহলে তিনি সম্ভবত হিম্মত সিং-এর জায়গা নেবেন। টপ অর্ডারে মিচেল মার্শের অনুপস্থিতিতে গত শনিবার ঋষভ পন্থ ইন-ফর্ম থাকা এডেন মার্করামের সঙ্গে ইনিংস শুরু করার সুযোগ পান। পন্থ টপ অর্ডারে ভাল পারফরম্যান্স করেছেন, তবে মার্শ ফিরে এলে কি পন্থ নিজেকে ওপেনার হিসেবে সুযোগ দেবেন? এটি এখনও প্রশ্নসাপেক্ষ।
-
Apr 14, 2025 15:32 IST
LSG vs CSK Live Score, IPL 2025: কেমন হতে পারে লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ
মিচেল মার্শ, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (উইকেটকিপার/অধিনায়ক), আয়ুশ বদৌনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দূল ঠাকুর, আকাশ দীপ, দিগ্বেশ রথী, আভেশ খান।
-
Apr 14, 2025 14:30 IST
LSG vs CSK Live Score, IPL 2025: দেখে নিন কেমন হতে পারে এই ম্য়াচের Dream 11?
লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের মধ্য়ে আয়োজিত এই হাড্ডাহাড্ডি ম্য়াচ ড্রিম 11 নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আপনি উইকেটকিপারের অপশন হিসেবে তিনজন ক্রিকেটারকে বেছে নিতে পারে। এই তালিকায় রাখতে পারেন নিকোলাস পুরান, ডেভন কনওয়ে এবং ঋষভ পন্থকে (Rishabh Pant)। পাশাপাশি এই দলে আপনি তিনজন ব্যাটারকে সুযোগ দিতে পারে। তাঁরা হলেন মিচেল মার্শ, রাচিন রবীন্দ্র এবং শিবম দুবে। অলরাউন্ডার হিসেবে আপনি ২ খেলোয়াড়কে বেছে নিতে পারেন। দলে রাখতে পারেন এইডেন মার্করাম এবং রবীন্দ্র জাদেজাকেও। বোলারদের তালিকায় রাখতে পারেন নুর আহমেদ, শার্দূল ঠাকুর এবং দিগ্বেশ রথীকে। এই ড্রিম 11-এর অধিনায়ক হিসেবে আপনি বেছে নিতে পারেন নিকোলাস পুরানকে। চলতি আইপিএল মরশুমে এই ক্যারিবিয়ান ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছেন। আর সহ অধিনায়ক বেছে নিতে পারেন নুর আহমেদকে।
-
Apr 14, 2025 10:42 IST
LSG vs CSK Live Score, IPL 2025: কেমন হতে পারে উইকেট?
একানা (Bharat Ratna Shri Atal Bihrai Vajpayee Ekana Cricket Stadium Lucknow) স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা করা যাক। এই উইকেটে যথেষ্ট পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। ২০২৩ সালে এই উইকেট বেশ স্লো ছিল। কিন্তু, আপাতত এই উইকেট থেকে ব্য়াটাররা যথেষ্ট রান পাচ্ছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত এই মাঠে দুটো ম্য়াচ খেলা হয়েছে। দুটো ম্যাচেই পিচের ভিন্ন চরিত্র দেখা গিয়েছে।
গত ম্য়াচে লখনউ এই উইকেটে সহজেই রান তাড়া করে ফেলেছিল। সঙ্গে হারিয়ে দেয় গুজরাটকে। এই উইকেটে স্পিনাররা যথেষ্ট সাহায্য পেয়েছে। এই পরিস্থিতিতে যে দল টস জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করতে চাইবে। কারণ রান তাড়া করার সময় ব্যাটিং কিছুটা হলেও সহজ হয়।
-
Apr 14, 2025 10:37 IST
LSG vs CSK Live Score, IPL 2025: পয়েন্টস টেবিলের হাল হকিকত
পয়েন্টস টেবিলে লখনউ সুপার জায়ান্ট আপাতত তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে সিএসকে-র অবস্থা কিন্তু বেশ শোচনীয়। গত ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরাজয়ের পর চেন্নাই গত ৬ ম্য়াচের মধ্যে পাঁচটাতেই হেরে গিয়েছে।
-
Apr 14, 2025 10:35 IST
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস
সোমবার অর্থাৎ ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংস খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৩০ নম্বর ম্য়াচে যে জমজমাট লড়াই হবে, তা আশা করা যেতেই পারে। এই ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হবে। একদিকে গুরু ধোনি, অন্যদিকে শিষ্য পন্থের লড়াই। বর্তমানে লখনউ দুর্দান্ত ফর্মে রয়েছে।
LSG vs CSK HIghlights, IPL 2025: নবাবের শহরে সিংহগর্জন ধোনির, একাই বধ করলেন সুপার জায়ান্টসকে
LSG vs CSK HIghlights, Lucknow Super Giants Vs Chennai Super Kings IPL 2025: এই মরশুমে স্পিনারদের বিরুদ্ধে যথেষ্ট ব্যাটিং দুর্বলতা দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্য দলগুলোর তুলনায় তারা স্পিনারদের বিরুদ্ধেই সর্বাধিক উইকেট হারিয়েছে।
LSG vs CSK HIghlights, Lucknow Super Giants Vs Chennai Super Kings IPL 2025: এই মরশুমে স্পিনারদের বিরুদ্ধে যথেষ্ট ব্যাটিং দুর্বলতা দেখিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্য দলগুলোর তুলনায় তারা স্পিনারদের বিরুদ্ধেই সর্বাধিক উইকেট হারিয়েছে।
লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস লাইভ আপডেটস
LSG vs CSK IPL 2025 HIghlights: নমস্কার! iebangla-র লাইভ ব্লগে আপনাকে স্বাগত। সোমবার (১৪ এপ্রিল) আইপিএল টুর্নামেন্টে আরও একটি রোমাঞ্চকর ম্য়াচের আয়োজন করা হয়েছিল। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ৫ উইকেটে জয়লাঊ করে মহেন্দ্র সিং ধোনির দল।
শেষ হল লখনউয়ের ব্যাটিং
টস জিতে লখনউকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আয়োজিত এই ম্য়াচে লখনউ প্রথমে ব্য়াট করতে নেমেছিল। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। চেন্নাইকে এই ম্য়াচটা জিততে হলে ১৬৭ রান করতে হবে। লখনউ দলের হয়ে সর্বাধিক ৬৩ রান করলেন অধিনায়ক ঋষভ পন্থ। এছাড়া মিচেল মার্শ ৩০ রান করেন। চেন্নাইয়ের হয়ে দুটো করে উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা এবং রবীন্দ্র জাদেজা।
এরপর ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। শুরুটা তাদের অবশ্য খুব একটা ভাল হয়নি। রাচিন রবীন্দ্র (৩৭) একটা দিক ধরে রাখলেও, অন্যদিক থেকে ধারাবাহিকভাবে উইকেট পড়ছিল। তবে শেষবেলায় দলের হাল ধরলেন শিবম দুবে (৪৩) এবং মহেন্দ্র সিং ধোনি (২৬)। অবশেষে টানা পাঁচ ম্যাচ পরাজয়ের পর সাফল্য়ের মুখ দেখতে পেল চেন্নাই।
LSG vs CSK Live Score, IPL 2025: লখনউকে ৫ উইকেটে হারাল চেন্নাই সুপার কিংস
শেষ হল লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্য়াচ। এই ম্য়াচে ধোনি ব্রিগেড ৫ উইকেটে জয়লাভ করেছে। চেন্নাইয়ের হয়ে শেষপর্যন্ত ধোনি ২৬ রানে এবং শিবম দুবে ৪৩ রানে অপরাজিত থাকেন। এছা়ড়া রাচিন রবীন্দ্র করেছেন ৩৭ রান। লখনউ সুপার জায়ান্টসের হয়ে সর্বাধিক ২ উইকেট শিকার করেছেন রবি বিষ্ণোই।
LSG vs CSK Live Score, IPL 2025: ১৭ ওভারে এল ১৩ রান
১৭ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে। ক্রিজে রয়েছেন শিবম দুবে এবং এমএস ধোনি চেন্নাইয়ের জয়ের জন্য ১৮ বলে ৩১ রান দরকার।
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইয়ের পঞ্চম উইকেটের পতন
আউট হলেন বিজয় শংকর। চেন্নাই সুপার কিংসের পঞ্চম উইকেটের পতন হল। ৯ করে তাঁকে ফিরে যেতে হল। দিগ্বেশ রথী তাঁর উইকেট শিকার করেন।
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইয়ের চতুর্থ উইকেটের পতন
বড় ধাক্কা খেল চেন্নাই শিবির। এবার ফিরে গেলেন রবীন্দ্র জাদেজা। রবি বিষ্ণোইয়ের বলে আউট হলেন জাদেজা। চেন্নাইয়ের দুই রবীন্দ্রকেই পকেটে পুরে নিলেন রবি। ৭ রান করে ফিরে গেলেন জাদেজা।
LSG vs CSK Live Score, IPL 2025: শেষ হল চেন্নাইয়ের ১০ ওভারের খেলা
১০ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৩ উিকেট হারিয়ে ৮১ রান করেছে। চেন্নাইয়ের জয়ের জন্য ৬০ বলে ৮৬ রান দরকার।
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাই সুপার কিংসের তৃতীয় উইকেটের পতন
এবার ফিরলেন রাহুল ত্রিপাঠীয তৃতীয় উইকেটের পতন হল চেন্নাই সুপার কিংসের। ৯ রান করে তিনি রবি বিষ্ণোইয়ের বলে আউট হয়ে যান। ব্য়াট করতে নামলেন শিবম দুবে।
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন
আউট হয়ে গেলেন রাচিন রবীন্দ্র। চেন্নাইয়ের দ্বিতীয় উইকেটের পতন হল। ৩৭ রান করে এইডেন মারক্রামের বলে তিনি আউট হয়ে গেলেন।
LSG vs CSK Live Score, IPL 2025: পাওয়ারপ্লে শেষে চেন্নাইয়ের স্কোর
৬ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ১ উইকেট হারিয়ে ৫৯ রান করেন। ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠী (৫) রাচিন রবীন্দ্র (২৫)। দুজনেই বড় রানের পার্টনারশিপের লক্ষ্যে এগোচ্ছেন।
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন
শেখ রশিদ আউট হতে চেন্নাই সুপার কিংসের প্রথম উইকেটের পতন হল। তিনি ২৭ রান করে আভেশ খানের বলে শিকার হলেন। ক্রিজে ব্যাট করতে এলেন রাহুল ত্রিপাঠী।
LSG vs CSK Live Score, IPL 2025: তৃতীয় ওভার থেকে এল ১৪ রান
তৃতীয় ওভারের খেলা শেষ হওয়ার পর চেন্নাই সুপার কিংস বিনা উইকেট হারিয়ে ৩৭ রান করেছে। ক্রিজে রয়েছেন শেখ রশিদ এবং রাচিন রবীন্দ্র।
LSG vs CSK Live Score, IPL 2025: শুরু হচ্ছে চেন্নাইয়ের ইনিংস
টার্গেট তাড়া করতে নেমে চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামলেন শেখ রশিদ এবং রাচিন রবীন্দ্র।
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাইকে ১৬৭ রানের টার্গেট দিল লখনউ
লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আয়োজিত এই ম্য়াচে লখনউ প্রথমে ব্য়াট করতে নেমেছিল। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। চেন্নাইকে এই ম্য়াচটা জিততে হলে ১৬৭ রান করতে হবে। লখনউ দলের হয়ে সর্বাধিক ৬৩ রান করলেন অধিনায়ক ঋষভ পন্থ। এছাড়া মিচেল মার্শ ৩০ রান করেন। চেন্নাইয়ের হয়ে দুটো করে উইকেট শিকার করেছেন মাথিশা পাথিরানা এবং রবীন্দ্র জাদেজা।
LSG vs CSK Live Score, IPL 2025: এবার ফিরে গেলেন ঋষভ পন্থ
এবার ফিরলেন ঋষভ পন্থ। লখনউয়ের ষষ্ঠ উইকেটের পতন হল। নবাবদের অধিনায়ক ৬৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
LSG vs CSK Live Score, IPL 2025: লখনউয়ের পঞ্চম উইকেটের পতন
আবদুল সামাদ আউট হতেই লখনউ সুপার জায়ান্টসের পঞ্চম উইকেটের পতন হল। তিনি ২০ রান করে আউট হলেন।
LSG vs CSK Live Score, IPL 2025: মাথিশা পাথিরানার ওভারে ১৮ রান
১৮ ওভারের খেলা শেষ হওয়ার পর লখনউ সুপার জায়ান্টস ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ৫৫ এবং আবদুল সামাদ ১১ রানে আপাতত ব্যাট করছেন।
LSG vs CSK Live Score, IPL 2025: হাফসেঞ্চুরি করলেন ঋষভ পন্থ
লখনউ সুপার জায়ান্টসের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে হাফসেঞ্চুরি করলেন দলের নতুন অধিনায়ক ঋষভ পন্থ। ৪২ বলে তাঁর ব্য়াট থেকে ফিফটি বেরিয়ে এল। এই টুর্নামেন্টে তিনি একেবারে ফর্মে ছিলেন না। অবশেষে 'গুরু' ধোনির সামনে তিনি ফর্মে ফিরলেন। আর শুধুমাত্র ফিরলেন না, বিধ্বংসী মেজাজে ফিরলেন।
LSG vs CSK Live Score, IPL 2025: লখনউয়ের চতুর্থ উইকেটের পতন
আয়ুশ বদৌনি ফিরতেই লখনউয়ের চতুর্থ উইকেটের পতন হল। তিনি ২২ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান। অসাধারণ একটি স্টাম্প আউট করলেন রবীন্দ্র জাদেজা।
आयुष बडोनी के रूप में लखनऊ की टीम को चौथा झटका लगा है। उन्हें 22 रनों के स्कोर पर रवींद्र जडेजा ने पवेलियन भेजा है।
LSG vs CSK Live Score, IPL 2025: নুর আহমেদের ওভার থেকে এল ৫ রান
৯ ওভারের খেলা শেষ হওয়ার পর লখনউ সুপার জায়ান্টস ২ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ২৩ এবং মিচেল মার্শ ৩০ রানে আপাতত ব্যাট করছেন।
LSG vs CSK Live Score, IPL 2025: পাওয়ার প্লে শেষে লখনউয়ের স্কোর
৬ ওভারের খেলা শেষ হওয়ার পর লখনউ সুপার জায়ান্টস ২ উইকেট হারিয়ে ৪২ রান করেছে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ৬ এবং মিচেল মার্শ ২২ রানে আপাতত ব্যাট করছেন।
LSG vs CSK Live Score, IPL 2025: পঞ্চম ওভারে এল ১১ রান
৫ ওভার শেষে লখনউ সুপার জায়ান্ট ২ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং মিচেল মার্শ।
LSG vs CSK Live Score, IPL 2025: আউট হলেন নিকোলাস পুরান
নিকোলাস পুরান আউট হতেই লখনউয়ের দ্বিতীয় উইকেটের পতন হল। মাত্র ৮ রান করে তিনি ফিরে যান। অংশুল কম্বোজ এই উইকেট শিকার করেন। প্রথমে LBW-এর সিদ্ধান্ত দেননি অন-ফিল্ড আম্পায়ার। এরপর ধোনি মুচকি হেসে রিভিউ নেন। এরপর যা হওয়ার তাই হল। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পর মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়লেন পুরান।
LSG vs CSK Live Score, IPL 2025: প্রথম ওভারেই ফিরলেন এইডেন মার্করাম
শুরু হয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং। মার্করাম বাউন্ডারি হাঁকিয়ে খাতা খুলেছিলেন। কিন্তু, প্রথম ওভারেই তিনি আউট হয়ে যান। তিনি ৬ রান করেন। লখনউ ১ ওভারে ৬ রান করেন।
LSG vs CSK Live Score, IPL 2025: শুরু হচ্ছে লখনউয়ের ব্যাটিং
শুরু হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং। ব্যাট হাতে মাঠে নামলেন এইডেন মার্করাম এবং মিচেল মার্শ। গত তিন ম্য়াচে লখনউ পাওয়ার প্লে চলাকালীন একটাও উইকেট হারায়নি। আজকের ম্য়াচে কী হয় সেটাই দেখার। অন্যদিকে বল হাতে প্রস্তুত খলিল আহমেদ।
LSG vs CSK Live Score, IPL 2025: টস জিতে ফিল্ডিং চেন্নাইয়ের
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস। রবিচন্দ্রন অশ্বিন এবং ডেভন কনওয়ের জায়গায় সুযোগ পেলেন ক্রেগ ওভারটন এবং শেখ রশিদ। লখনউ সুপার জায়ান্টসের প্লেয়িং ইলেভেনে হিম্মত সিংয়ের জায়গায় কামব্যাক করেছেন মিচেল মার্শ।
LSG vs CSK Live Score, IPL 2025: আজ লখনউকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই চেন্নাইয়ের
টানা ৫ ম্যাচে হারের সঙ্গে পয়েন্ট তালিকার নিচে থাকা মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (CSK) দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততে মরিয়া। ধোনি, আহত ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায়, বাকি মরশুমে দলের অধিনায়কের ভূমিকা পালন করছেন।
LSG vs CSK Live Score, IPL 2025: লখনউয়ের একাদশে থাকবেন মিচেল মার্শ?
লখনউয়ের ওপেনার মিচেল মার্শ গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচে খেলেননি। টসের সময় ঋষভ পন্থ জানিয়েছেন যে মার্শের মেয়ে অসুস্থ থাকার কারণে তিনি অনুপস্থিত ছিলেন। এখনও নিশ্চিত নয় যে তিনি সিএসকের বিরুদ্ধে ফিরে আসবেন কি না। তবে মার্শ যদি দলে ফিরে আসেন, তাহলে তিনি সম্ভবত হিম্মত সিং-এর জায়গা নেবেন। টপ অর্ডারে মিচেল মার্শের অনুপস্থিতিতে গত শনিবার ঋষভ পন্থ ইন-ফর্ম থাকা এডেন মার্করামের সঙ্গে ইনিংস শুরু করার সুযোগ পান। পন্থ টপ অর্ডারে ভাল পারফরম্যান্স করেছেন, তবে মার্শ ফিরে এলে কি পন্থ নিজেকে ওপেনার হিসেবে সুযোগ দেবেন? এটি এখনও প্রশ্নসাপেক্ষ।
LSG vs CSK Live Score, IPL 2025: কেমন হতে পারে লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ
মিচেল মার্শ, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (উইকেটকিপার/অধিনায়ক), আয়ুশ বদৌনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দূল ঠাকুর, আকাশ দীপ, দিগ্বেশ রথী, আভেশ খান।
LSG vs CSK Live Score, IPL 2025: দেখে নিন কেমন হতে পারে এই ম্য়াচের Dream 11?
লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের মধ্য়ে আয়োজিত এই হাড্ডাহাড্ডি ম্য়াচ ড্রিম 11 নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আপনি উইকেটকিপারের অপশন হিসেবে তিনজন ক্রিকেটারকে বেছে নিতে পারে। এই তালিকায় রাখতে পারেন নিকোলাস পুরান, ডেভন কনওয়ে এবং ঋষভ পন্থকে (Rishabh Pant)। পাশাপাশি এই দলে আপনি তিনজন ব্যাটারকে সুযোগ দিতে পারে। তাঁরা হলেন মিচেল মার্শ, রাচিন রবীন্দ্র এবং শিবম দুবে। অলরাউন্ডার হিসেবে আপনি ২ খেলোয়াড়কে বেছে নিতে পারেন। দলে রাখতে পারেন এইডেন মার্করাম এবং রবীন্দ্র জাদেজাকেও। বোলারদের তালিকায় রাখতে পারেন নুর আহমেদ, শার্দূল ঠাকুর এবং দিগ্বেশ রথীকে। এই ড্রিম 11-এর অধিনায়ক হিসেবে আপনি বেছে নিতে পারেন নিকোলাস পুরানকে। চলতি আইপিএল মরশুমে এই ক্যারিবিয়ান ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছেন। আর সহ অধিনায়ক বেছে নিতে পারেন নুর আহমেদকে।
LSG vs CSK Live Score, IPL 2025: কেমন হতে পারে উইকেট?
একানা (Bharat Ratna Shri Atal Bihrai Vajpayee Ekana Cricket Stadium Lucknow) স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা করা যাক। এই উইকেটে যথেষ্ট পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। ২০২৩ সালে এই উইকেট বেশ স্লো ছিল। কিন্তু, আপাতত এই উইকেট থেকে ব্য়াটাররা যথেষ্ট রান পাচ্ছেন। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এখনও পর্যন্ত এই মাঠে দুটো ম্য়াচ খেলা হয়েছে। দুটো ম্যাচেই পিচের ভিন্ন চরিত্র দেখা গিয়েছে।
গত ম্য়াচে লখনউ এই উইকেটে সহজেই রান তাড়া করে ফেলেছিল। সঙ্গে হারিয়ে দেয় গুজরাটকে। এই উইকেটে স্পিনাররা যথেষ্ট সাহায্য পেয়েছে। এই পরিস্থিতিতে যে দল টস জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করতে চাইবে। কারণ রান তাড়া করার সময় ব্যাটিং কিছুটা হলেও সহজ হয়।
LSG vs CSK Live Score, IPL 2025: পয়েন্টস টেবিলের হাল হকিকত
পয়েন্টস টেবিলে লখনউ সুপার জায়ান্ট আপাতত তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে সিএসকে-র অবস্থা কিন্তু বেশ শোচনীয়। গত ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরাজয়ের পর চেন্নাই গত ৬ ম্য়াচের মধ্যে পাঁচটাতেই হেরে গিয়েছে।
LSG vs CSK Live Score, IPL 2025: চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস
সোমবার অর্থাৎ ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংস খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ৩০ নম্বর ম্য়াচে যে জমজমাট লড়াই হবে, তা আশা করা যেতেই পারে। এই ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজন করা হবে। একদিকে গুরু ধোনি, অন্যদিকে শিষ্য পন্থের লড়াই। বর্তমানে লখনউ দুর্দান্ত ফর্মে রয়েছে।