LSG vs MI Dream 11 Prediction: এক সিদ্ধান্তেই কোটিপতি! বেছে নিন মুম্বই-লখনউ ম্যাচের ড্রিম ইলেভেন
LSG vs MI Playing 11 Prediction, Lucknow Super Giants vs Mumbai Indians Dream 11 Prediction: যদি গত ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, তাহলে মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের সরণীতে পা রেখেছে।
LSG vs MI Playing 11 Prediction, Lucknow Super Giants vs Mumbai Indians Dream 11 Prediction: যদি গত ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, তাহলে মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের সরণীতে পা রেখেছে।
LSG vs MI Dream 11 Prediction, IPL 2025: ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিমধ্যে বেশ জমে উঠেছে। শুক্রবার (৪ এপ্রিল) এই টুর্নামেন্টে ১৬ নম্বর ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) এবং লখনউ সুপার জায়ান্টস ( LSG vs MI Dream11 )। দুটো দলই এই নিয়ে চার নম্বর ম্যাচ খেলতে নামছে। যদি গত ম্যাচ নিয়ে আলোচনা করা যায়, তাহলে মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI playing 11) কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের সরণীতে পা রেখেছে। অন্যদিকে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে লজ্জার হার স্বীকার করেছিল লখনউ সুপার জায়ান্টস (fantasy cricket)। গত তিন ম্যাচে দুটো দলই মাত্র একটি করে ম্যাচ জিততে পেরেছে।
Advertisment
লখনউয়ের এই ক্রিকেটারদের উপর থাকবে নজর (IPL fantasy tips )
প্রথমে লখনউ সুপার জায়ান্টসের ব্য়াপারে আলোচনা করা যাক। ঋষভ পন্থের ফর্ম অবশ্য়ই দুশ্চিন্তায় রাখবে গোটা দলকে। মিচেল মার্শ এবং নিকোলাস পুরান ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। কিন্তু, ডেভিড মিলারের ব্যাট থেকে এখনও পর্যন্ত কোনও নজরকাড়া পারফরম্যান্স দেখতে পাওয়া যায়নি। গত ম্যাচে এইডেন মারক্রামকে বেশ ভাল ছন্দে দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, বড় রানের ইনিংস তিনি দলকে উপহার দিতে পারেননি। এই দলের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ইতিমধ্যে যথেষ্ট কথা উঠতে শুরু করেছে। শার্দূল ঠাকুর কিছুটা হলেও নিজের সিলেকশনের প্রতি সুবিচার করতে পেরেছেন। কিন্তু, অন্য়দিক থেকে কেউ তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারছেন না। যে বোলিংয়ের জন্য রবি বিষ্ণোইয়ের এত নামডাক, তেমন পারফরম্যান্স তিনি এখনও পর্যন্ত করতে পারছেন না। দিগ্বেশ রথী কিছুটা হলেও প্রভাবিত করতে পেরেছেন। এই বোলারকে মুম্বই ব্যাটারকে কিছুটা হলেও সাবধানে খেলতে হবে। প্রায় প্রতিটা ম্যাচেই তিনি উইকেট শিকার করেছেন।
মুম্বইয়ের এই ক্রিকেটারদের উপর থাকবে নজর
Advertisment
এবার মুম্বই ইন্ডিয়ান্সের কথায় আসা যাক। প্রথম দুটো ম্যাচে হারের পর মুম্বই তাদের হোম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। রোহিত শর্মা (captain picks ) ছাড়া এই দলের প্রায় প্রত্যেক ব্য়াটারই রান করতে পেরেছেন। গত ম্যাচে রায়ান রিকলটন দুরন্ত একটি হাফসেঞ্চুরি করেছিলেন। এছাড়া হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়েও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি হার্দিক বল হাতেও একেবারে নজর কাড়তে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্স যদি এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায়, তাহলে হার্দিকের পাশাপাশি তিলক বর্মা এবং সূর্যকুমার যাদবকেও রান করতে হবে।