LSG vs MI Highlights, IPL 2025: নবাবি কেতায় জিতল লখনউ সুপার জায়ান্টস

LSG vs MI Highlights, Lucknow Super Giants vs Mumbai Indians IPL 2025: রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচে খেলছেন না। লখনউ সুপার জায়ান্টস আকাশ দীপকে দলে নিয়েছে।

LSG vs MI Highlights, Lucknow Super Giants vs Mumbai Indians IPL 2025: রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচে খেলছেন না। লখনউ সুপার জায়ান্টস আকাশ দীপকে দলে নিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mumbai Indians vs Lucknow Super Giants Live Updates

মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস লাইভ আপডেটস

LSG vs MI IPL 2025 Highlights: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার (৪ এপ্রিল) তারা একানা স্টেডিয়ামে ১২ রানে জয়লাভ করেছে। গত সাতটা ম্য়াচের মধ্যে তারা মুম্বইয়ের বিরুদ্ধে হাফডজন ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল। আর এই জয়ের যাবতীয় কৃতিত্ব যে লখনউ বোলারদেরই প্রাপ্য, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।

Advertisment

পাঁচ উইকেট হার্দিকের

তবে এই ম্য়াচে অনবদ্য বোলিং করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আইপিএল টুর্নামেন্টে এই প্রথমবার তিনি ৫ উইকেট শিকার করেন। আর সেই সুবাদে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে। হার্দিক ছাড়াও একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার এবং ভিগনেশ পুথুর। হার্দিক না থাকলে হয়ত লখনউ এই ম্য়াচে আরও বেশি রান করতে পারত। কিন্তু, আজকের দিনটা হার্দিকের ছিল না।

বিধ্বংসী ব্যাটিং মার্শের

Advertisment

শুরুটা অবশ্য লখনউ খুব খারাপ করেনি। এক্ষেত্রে আলাদা করে মিচেল মার্শের কথা বলতে হবে। মার্শ ৩১ বলে ৬০ রান করেন। তারপর থেকেই লখনউ ইনিংসে কেমন এমন শ্লথগতি চলে আসে। যদিও এইডেন মারক্রামও এই ম্য়াচে হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া শেষের দিকে নজর কাড়লেন ডেভিড মিলার (২৭) এবং আয়ুশ বাদৌনি (৩০)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০০ রানের চৌকাঠ টপকে জয়লাভ করেছিল। আজ লখনউ ২০০ রান অতিক্রম করেছে। মুম্বইয়ের সামনে টার্গেট কি কঠিন হয়ে গেল? সেদিকেই সবাই তাকিয়ে ছিলেন।

শেষ ওভারে দরকার ছিল ২২ রান

ম্যাচের শেষ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য ২২ রান দরকার ছিল। ১৯ ওভারের শেষ বলে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান তিলক বর্মা। তাঁর জায়গায় ব্যাট করতে নামেন মিচেল স্যান্টনার। তবে হার্দিক এবং স্যান্টনার আপ্রাণ চেষ্টা করলেও, মাত্র ৯ রান তাঁরা স্কোর বোর্ডে তুলতে পারেন। হার্দিক ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকলেন। এছাড়া ৬৭ রানের একটি দুরন্ত ইনিংস উপহার দেন সূর্যকুমার যাদব। নমন ধীর করেন ২৪ বলে ৪৬ রান। লখনউয়ের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন শার্দূল ঠাকুর, আকাশ দীপ, আভেশ খান এবং দিগ্বেশ রথী। ৪ ম্যাচে ৪ পয়েন্ট শিকার করে লখনউ আপাতত পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে। অন্যদিকে মুম্বই দাঁড়িয়ে রয়েছে ৬ নম্বরে।

  • Apr 04, 2025 23:32 IST

    রেকর্ড অক্ষুণ্ণ রেখে জয় লখনউয়ের

    মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার (৪ এপ্রিল) তারা একানা স্টেডিয়ামে ১২ রানে জয়লাভ করেছে। গত সাতটা ম্য়াচের মধ্যে তারা মুম্বইয়ের বিরুদ্ধে হাফডজন ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল। আর এই জয়ের যাবতীয় কৃতিত্ব যে লখনউ বোলারদেরই প্রাপ্য, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।



  • Apr 04, 2025 23:06 IST

    আউট সূর্যকুমার যাদব

    ১৬.১ ওভারে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। আভেশ খানের বলে তিনি আবদুল সামাদের বলে ক্যাচ তুলে দিলেন। ৪৩ বলে ৬৭ রান করে ফিরতে হল সূর্যকে।



  • Apr 04, 2025 23:04 IST

    দুর্দান্ত হাফসেঞ্চুরি সূর্যের

    ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন হাফসেঞ্চুরি করলেন সূর্যকুমার যাদব। জয়ের পথে মুম্বই ইন্ডিয়ান্স।



  • Apr 04, 2025 22:27 IST

    আউট হয়ে গেলেন নমন ধীর

    দুর্দান্ত লড়াই করেও শেষপর্যন্ত আউট হয়ে গেলেন। নমন রথী। ২৪ বলে ৪৬ রান করে তাঁকে ফিরতে হল। দিগ্বেশ রথীর গুগলি ধরতেই পারলেন না নমন। আউট করেই নিজস্ব স্টাইলে সেলিব্রেট করলেন দিগ্বেশ। কাছে যেন একটা চিঠি লিখলেন তিনি। রথীর এই সেলিব্রেশন নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। ৮.১ ওভারে লখনউ সুুপার জায়ান্টসের স্কোর ৮৬-৩।



  • Apr 04, 2025 21:50 IST

    এবার ফিরলেন রিকলটন

    এবার লর্ড শার্দূলের শিকার হলেন রায়ান রিকলটন। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হল। ২০৪ রান তাড়া করতে নেমে এটা যে মুম্বইয়ের কাছে একটা বড় ধাক্কা, তা বলা যেতেই পারে।



  • Apr 04, 2025 21:48 IST

    আউট হলেন উইল জ্যাকস

    দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই আউট হয়ে গেলেন উইল জ্যাকস। আকাশদীপের বলে তিনি রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচ তুলে দেন। ৭ বলে মাত্র ৫ রান করলেন উইল।



  • Apr 04, 2025 21:47 IST

    শুরু হল মুম্বইয়ের ব্যাটিং

    মুম্বই ইন্ডিয়ান্সকে জেতার জন্য ২০৪ রান করতে হবে। এই টার্গেট একেবারেই সহজ নয়। শুরু থেকেই তাদের চালিয়ে খেলতে হবে। আর সেই কথাটা মাথায় নিয়েই ব্যাট করতে নামলেন উইল জ্য়াকস এবং রায়ান রিকলটন।



  • Apr 04, 2025 21:24 IST

    শেষ হল লখনউয়ের ইনিংস

    অনবদ্য বোলিং করলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আইপিএল টুর্নামেন্টে এই প্রথমবার তিনি ৫ উইকেট শিকার করলেন। আর সেই সুবাদে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে। হার্দিক ছাড়াও একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার এবং ভিগনেশ পুথুর।

    শুরুটা অবশ্য লখনউ খুব খারাপ করেনি। এক্ষেত্রে আলাদা করে মিচেল মার্শের কথা বলতে হবে। মার্শ ৩১ বলে ৬০ রান করেন। তারপর থেকেই লখনউ ইনিংসে কেমন এমন শ্লথগতি চলে আসে। যদিও এইডেন মারক্রামও এই ম্য়াচে হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া শেষের দিকে নজর কাড়লেন ডেভিড মিলার (২৭) এবং আয়ুশ বাদৌনি (৩০)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০০ রানের চৌকাঠ টপকে জয়লাভ করেছিল। আজ লখনউ ২০০ রান অতিক্রম করেছে। মুম্বইয়ের সামনে টার্গেট কি কঠিন হয়ে গেল? সেটা অবশ্য সময়ই বলবে। 



  • Apr 04, 2025 21:14 IST

    প্রথমবার ৫ উইকেট হার্দিকের

    ১৯.৪ ওভারে ফিরলেন ডেভিড মিলার। আইপিএল ইতিহাসে এই প্রথমবার ৪ উইকেট শিকার করলেন হার্দিক পান্ডিয়া। নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল মিলারকে। পরের বলে আকাশ দীপকে ফেরালেন হার্দিক। আর সেইসঙ্গে আইপিএল ইতিহাসে প্রথমবার হার্দিক ৫ উইকেট শিকার করলেন।



  • Apr 04, 2025 21:11 IST

    ফিরলেন সামাদ

    ১৮.৩ ওভারে ফিরলেন আবদুল সামাদ। ট্রেন্ট বোল্টের বলে নমন ধীরের হাতে ক্যাচ দিলেন তিনি। ২ বলে মাত্র ৪ রান করে তাঁকে ফিরে যেতে হল। 



  • Apr 04, 2025 21:10 IST

    আবারও হার্দিক, আজকের দিনটাই পান্ডিয়ার

    আজকের দিনটা যে হার্দিক পান্ডিয়ার, তা বলতেই হবে। আবারও একটা উইকেট শিকার করলেন তিনি। এবার তাঁর শিকার হলেন এইডেন মারক্রাম। রাজ বাওয়ার হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হল। রোহিতের পরিবর্তে আজ খেলতে নেমেছেন রাজ। ৩৮ বলে ৫৩ রান করলেন এই প্রোটিয়া ব্যাটার।



  • Apr 04, 2025 21:07 IST

    ভাল খেলেও আউট বাদৌনি

    ১৫.৫ ওভারে ফিরে গেলেন আয়ুশ বাদৌনি। অবশেষে সাফল্য পেলেন অশ্বিনী কুমার। রায়ান রিকলটনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল আয়ুশকে। ১৯ বলে ৩০ রান করেন তিনি। 



  • Apr 04, 2025 20:27 IST

    আউট ঋষভ

    আবারও ব্যর্থ হলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। এবারও সেই হার্দিক। চলতি আইপিএল টুর্নামেন্টে ঋষভ একেবারে রান পাচ্ছেন না। এবারও সেই একই দৃশ্য দেখতে পাওয়া গেল। মাত্র ২ রান করে ফিরলেন ঋষভ। আচমকা চাপে পড়ে গিয়েছে লখনউ। ১০.৪ ওভারে লখনউয়ের স্কোর ১০৭-৩।



  • Apr 04, 2025 20:25 IST

    আউট পূরাণ

    এবার আউট হলেন নিকোলাস পূরাণ। ৬ বলে ১২ রান করলেন তিনি। হার্দিকের বলে দীপক চাহারের বলে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। ৮.৫ ওভারে লখনউয়ের স্কোর ৯১-২।



  • Apr 04, 2025 20:08 IST

    আউট মিচ মার্শ

    অবশেষে ছন্দপতন। ৬.৬ ওভারে ভিগনেশ পুথুরের বলে আউট হয়ে গেলেন মিচেল মার্শ। ঝড়ের গতিতে শুরু করলেও, অবশেষে তাঁকে ফিরতে হল। ৩১ বলে ৬০ রান করে তিনি কট অ্যান্ড বোল্ড হলেন।



  • Apr 04, 2025 19:58 IST

    LSG vs MI LIVE Score, IPL 2025: ড্যারেন গঙ্গার পিচ রিপোর্ট

    পিচ নম্বর ৪ লাল মাটির। পিচ নম্বর ৬ কালো মাটির। বাউন্ডারি এক পাশে ৭৩ মিটার এবং অন্যপাশে ৬৬ মিটার। আর সোজাসুজি ৭৮ মিটার। পিচটি কালো, কিছুটা ঘাসের আবরণ রয়েছে, তবে চারপাশে খালি জায়গাও দেখা যাচ্ছে।

    আগের ম্যাচে সিম মুভমেন্ট খুব কম ছিল, স্পিন মাত্র ১.৪ ডিগ্রি হচ্ছিল। ব্যাটিংয়ের জন্য বাউন্স বেশ ভালো ছিল আগের ম্যাচে। ফলে ব্যাটসম্যানরা সরাসরি শট খেলতে পেরেছিলেন। তবে এই কালো মাটির পিচে বাউন্স কিছুটা কম হতে পারে। স্পিনাররা সামান্য বেশি টার্ন পেতে পারেন এবং বলের গতি কিছুটা ধীর হতে পারে।

    প্রথম ইনিংসে গড় স্কোর ১৮১ এবং এটিই ব্যাটিংয়ের জন্য স্কোর হিসেবে একটি বেঞ্চমার্ক হতে পারে।



  • Apr 04, 2025 19:54 IST

    LSG vs MI LIVE Score, IPL 2025: ইমপ্যাক্ট সাবস্টিটিউটস

    মুম্বাই ইন্ডিয়ান্সের ইমপ্যাক্ট সাবস্টিটিউটস: তিলক ভার্মা, করবিন বোশ, রবিন মিনজ, সত্যনারায়ণ রাজু, কর্ণ শর্মা।

    লখনউ সুপার জায়ান্টসের ইমপ্যাক্ট সাবস্টিটিউটস: রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, শাহবাজ আহমেদ, এম সিদ্ধার্থ, আকাশ সিং।



  • Apr 04, 2025 19:53 IST

    LSG vs MI LIVE Score, IPL 2025: দুই দলের একাদশ

    লখনউ সুপার জায়ান্টস (প্লেয়িং ইলেভেন):

    এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ সিং রাঠি, আকাশ দীপ, আভেশ খান।

    মুম্বাই ইন্ডিয়ান্স (প্লেয়িং ইলেভেন):

    উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, অশ্বনী কুমার, দীপক চাহার, বিঘ্নেশ পুথুর।



  • Apr 04, 2025 18:48 IST

    LSG vs MI LIVE Score, IPL 2025: রোহিত সম্পর্কে পোলার্ড

    মুম্বই ইন্ডিয়ানস এবং লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচের আগে পোলার্ড বলেছেন, 'রোহিত ইতিহাসে নিজের নাম খোদাই করেছে। বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন ফরম্যাটে ওঁর নাম রেকর্ড বইয়ে উঠেছে। ও একজন কিংবদন্তি। তাই, কয়েকটি কম স্কোরের ভিত্তিতে ওঁকে বিচার করা ঠিক না। কিছু ম্যাচে আপনার স্কোর কম থাকবে। একজন খেলোয়াড় হিসেবে, ও ক্রিকেটকে উপভোগ করছে। কোনও পরিস্থিতিতেই ওঁর ওপর চাপ নেই। আমি নিশ্চিত, যখন ও আমাদের জন্য বড় স্কোর করবে, তখন আমরা ওঁর প্রশংসা করব এবং এরপর অন্য কোনও বিষয় নিয়ে আলোচনা শুরু হবে।'



  • Apr 04, 2025 17:25 IST

    লখনউ সুপার জায়ান্টসের পূর্ণাঙ্গ স্কোয়াড

    হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অশ্বিনী কুমার, রাজ বাওয়া, কারউইন বশ, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, উইল জ্যাকস, বেভন জ্যাকবস, রবিন মিনজ, মুজিব উর রহমান, নমন ধীর, ভিগনেশ পুথুর, সত্য়নারায়ণ রাজু, রায়ান রিকলটন, মিচেল স্য়ান্টনার, কর্ণ শর্মা, রোহিত শর্মা, কৃষ্ণণ শ্রীজিত, অর্জুন তেন্ডুলকর, তিলক বর্মা, রীস টপলি, সূর্যকুমার যাদব।



  • Apr 04, 2025 17:24 IST

    মুম্বই ইন্ডিয়ান্সের পূর্ণাঙ্গ স্কোয়াড

    ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটকিপার), আবদুল সামাদ, আকাশ দীপ, আকাশ সিং, আভেশ খান, আয়ুশ বদৌনি, ম্যাথু ব্রিৎজকে, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গরেকর, হিম্মত সিং, শামর জোসেফ, আরিয়ান জুয়াল, আর্শিন কুলকার্নি, এইডেন মারক্রাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, নিকোলাস পুরান, প্রিন্স যাদব, দিগ্বেশ রথী, রবি বিষ্ণোই, শাহবাজ আহমেদ, মণিমারন সিদ্ধার্থ, শার্দূল ঠাকুর, মায়াঙ্ক যাদব।



  • Apr 04, 2025 17:23 IST

    জানুন লখনউয়ের ওয়েদার আপডেট

    অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, লখনউয়ের আবহাওয়া আজ যথেষ্ট গরম থাকবে। সন্ধ্যা ৭টা নাগাদ টসের সময় তাপমাত্রা আনুমানিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বাধিক তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। ম্যাচ যত সামনের দিকে এগোবে, ততই তাপমাত্রা নিম্নমুখী হবে বলে আশা করা হচ্ছে। ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।



  • Apr 04, 2025 17:22 IST

    দেখে নিন হেড-টু-হেড রেকর্ড

    দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ৬ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে লখনউ ৫ ম্য়াচে জয়লাভ করেছে। আর মুম্বই জিতেছে একটি ম্য়াচ।



  • Apr 04, 2025 17:22 IST

    পিচ রিপোর্ট

    কালো মাটি দিয়ে উইকেট (LSG vs MI pitch report) তৈরি করা হয়েছে। একটা দিক গত ম্যাচের তুলনায় ছোট হবে। এই পরিস্থিতিতে ব্যাটাররা এই দিকটা কাজে লাগানোর চেষ্টা করবে। এই উইকেটে গত ৬ আইপিএল ম্যাচের মধ্যে যে দল রান তাড়া করেছে, তারাই জয়লাভ করেছে। কিন্তু, এই ম্যাচে শিশির কোনও প্রভাব বিস্তার করতে পারবে না। আশা করা হচ্ছে, এই পরিস্থিতি থেকে ব্যাটাররা ফায়দা তুলতে পারে। এই উইকেটে সচরাচর স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। কিন্তু, গত ম্য়াচে উইকেটের চরিত্র একেবারে ভিন্ন ছিল। প্রত্যাশা অনুসারে উইকেট তৈরি করা হয়নি। সেকারণে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খান ক্ষোভে ফেটে পড়েছিলেন।



  • Apr 04, 2025 17:21 IST

    মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস

    চলতি আইপিএল টুর্নামেন্টে শুক্রবার মহাসংগ্রামের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে লখনউ জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। সবাই আপাতত ঋষভ পন্থ এবং রোহিত শর্মার দিকে তাকিয়ে রয়েছে।



Ekana Cricket Stadium IPL live scores Lucknow Super Giants vs Mumbai Indians live updates IPL 2025 LSG vs MI live score LSG vs MI