Lucknow Super Giants vs Mumbai Indians Weather-Pitch Report: চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে শুক্রবার মহাসংগ্রামের আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে লখনউ জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI 2025)। সবাই আপাতত ঋষভ পন্থ এবং রোহিত শর্মার দিকে তাকিয়ে রয়েছে। পাঁচবারের আইপিএল (IPL 2025 match updates) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। গত তিন ম্য়াচে তারা মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং ফর্ম মুম্বই ইন্ডিয়ান্সের দুশ্চিন্তা ক্রমশ বাড়াচ্ছে। এই একই কথা লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থের ক্ষেত্রেও প্রযোজ্য। ঋষভকেও রান করার জন্য যথেষ্ট লড়াই করতে হচ্ছে। এই দুই ব্যাটার ভাল পারফরম্য়ান্স করতে না পারলে, তার প্রভাব অবশ্যই ম্য়াচের ( LSG vs MI match preview) ফলাফলে পড়বে।
কেমন হবে উইকেট (Lucknow pitch report)
কালো মাটি দিয়ে উইকেট (LSG vs MI pitch report) তৈরি করা হয়েছে। একটা দিক গত ম্যাচের তুলনায় ছোট হবে। এই পরিস্থিতিতে ব্যাটাররা এই দিকটা কাজে লাগানোর চেষ্টা করবে। এই উইকেটে গত ৬ আইপিএল ম্যাচের মধ্যে যে দল রান তাড়া করেছে, তারাই জয়লাভ করেছে। কিন্তু, এই ম্যাচে শিশির কোনও প্রভাব বিস্তার করতে পারবে না। আশা করা হচ্ছে, এই পরিস্থিতি থেকে ব্যাটাররা ফায়দা তুলতে পারে। এই উইকেটে সচরাচর স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। কিন্তু, গত ম্য়াচে উইকেটের চরিত্র একেবারে ভিন্ন ছিল। প্রত্যাশা অনুসারে উইকেট তৈরি করা হয়নি। সেকারণে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খান ক্ষোভে ফেটে পড়েছিলেন।
দেখে নিন হেড-টু-হেড রেকর্ড (LSG vs MI head to Head Stats)
দুই দলের মধ্যে এখনও পর্যন্ত ৬ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে লখনউ ৫ ম্য়াচে জয়লাভ করেছে। আর মুম্বই জিতেছে একটি ম্য়াচ।
জানুন লখনউয়ের ওয়েদার আপডেট (LSG vs MI Weather Update)
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, লখনউয়ের আবহাওয়া আজ যথেষ্ট গরম থাকবে। সন্ধ্যা ৭টা নাগাদ টসের সময় তাপমাত্রা আনুমানিক ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বাধিক তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। ম্যাচ যত সামনের দিকে এগোবে, ততই তাপমাত্রা নিম্নমুখী হবে বলে আশা করা হচ্ছে। ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।