শেষের সেই দিনগুলো বড়ই ভয়ঙ্কর। স্মৃতি রোমন্থন করে বলছেন লুইস সুয়ারেজ। বার্সেলোনার শেষের দিন গুলোতে যেভাবে তাঁর সঙ্গে ব্যবহার করা হয়েছে তাতে চোখে জল নিয়ে দিন কাটাতে হয়েছিল তাঁকে। সরাসরি এমন কথা স্বীকার করে নিলেন উরুগুয়ের তারকা।
তিনি যে এখনও গোলের ঠিকানা ভোলেননি, তা প্রমাণ করে দিলেন লাতিন আমেরিকা গ্রুপে বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী পর্বে। প্রথম রাউন্ডের ম্যাচে চিলির বিরুদ্ধে ২-১ গোলে জিতল উরুগুয়ে। এর মধ্যে শুরুর গোলটাই করলেন ৩৩ বছরের তারকা স্ট্রাইকার। তার আগে আতলেতিকো মাদ্রিদের জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে যান তিনি।
আরো পড়ুন: সাত বছর পর পুরোনো ক্লাবে ফিরলেন বেল, রিয়ালকে আলবিদা
মন্তেভিডিওয় চিলির বিপক্ষে জয়ের পরেই উরুগুয়ের টেলিভিশন চ্যানেলে তিনি বলে দেন, "যেভাবে ওরা আমার সঙ্গে শেষদিকে ব্যবহার করল, তা মোটেই ভালো ছিল না। তবে কেউ শেষ হয়ে গেলে এটা মেনে নিতেই হবে। যে অবস্থার মধ্যে আমাকে দিন কাটাতে হয়েছিল। তার জন্য অধিকাংশ সময় আমাকে কাঁদতে হত। তারপরে অবশ্য এমন ক্লাব পেয়েছি যারা আমাকে হিরোর মর্যাদা দিয়েছে, ভালোবাসায় মুড়ে দিয়েছে।"
টানা ছয় মরশুম বার্সেলোনার হয়ে খেলেছিলেন উরুগুয়ের স্ট্রাইকার। কাতালান ক্লাবের হয়ে ১৩টা খেতাবও জিতেছিলেন। বার্সার জার্সিতে তৃতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। লিওনেল মেসি (৬৩৪) এবং সিজার রদ্রিগেজের (২৩২) পর সবথেকে বেশি গোল করেছেন তিনি। তারকা এই স্ট্রাইকারকে গত মরশুম শেষের পরেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সা।
সেটিয়েনকে ছেঁটে দেওয়ার পর বার্সার নতুন কোচ হয়ে এসেছেন রোনাল্ড কোম্যান। তিনি এসেই সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁর পরিকল্পনায় মোটেই সুয়ারেজ নেই। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে লজ্জাজনক হারের পরেই বার্সা পুরো দল খোলনলচে বদলাতে উদ্যোগী হয়। কোম্যানকে দল গঠনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোম্যান সুয়ারেজের বিষয় প্রকাশ্যে বলার পরেই নতুন ক্লাব খুঁজতে শুরু করেছিলেন তিনি। তারপরেই আতলেতিকো সই করায় সুয়ারেজকে।
সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে তিনি বলেছেন, "আমাকে একা একা অনুশীলন করতে হত। কারণ স্কোয়াডের ২২ জনের মধ্যে আমি ছিলাম না। আমার স্ত্রী বুঝতে পেরেছিল, আমি কতটা হতাশ। ক্লাবের ইতিহাসে আমি অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। আমাকে আরো সম্মানের সঙ্গে বিদায় জানাতে পারত ওরা। তবে কেরিয়ারের এই পর্যায়ে আমাকে আর কিছুই বিস্মিত করে না।"
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন