ব্যালন ডি’অরের মঞ্চে তৈরি হল নতুন ইতিহাস। মেসি-রোনাল্ডোদের আধিপত্য ভেঙে নয়া ইতিহাস লিখলেন মদ্রিচ। ময়দানের এবছরের সেরা পুরস্কার হাতে নিলেন রিয়াল মাদ্রিদের মদ্রিচ। গত ১০ বছর বাদে এই প্রথমবার মেসি-রোনাল্ডো বাদে অন্য কারও হাতে উঠল ব্যালন ডি’অর। এ বছরের বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে প্রথমবার ফাইনালে তোলার নেপথ্য নায়ক ছিলেন মদ্রিচই।
এ বছরে একের পর এক পুরস্কার হাতে উঠছে রিয়াল মাদ্রিদ তারকার। চ্যাম্পিয়ন্স লিগে টানা তিনবার রিয়ালের জয়ের পিছনেও অবদান রয়েছে মদ্রিচের। এছাড়াও তাঁর হাতে উঠেছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৮ এমভিপি সম্মানও। এ বছরের উয়েফা প্লেয়ার অফ দ্য ইয়ার ২০১৮, সেরা ফিফা ফুটবলারের মতো শিরোপাও ছিনিয়ে নিয়েছেন ক্রোয়েশিয়ার ফুটবল তারকা।
আরও পড়ুন, অন্য ময়দানে ছক্কা হাঁকালেন গেইল, পুরস্কৃত হলেন কোটিরও বেশি টাকায়
অন্যদিকে, এই প্রথমবার ফুটবল দুনিয়ার দুই তারকাকে ফ্যাকাশেই দেখাল ব্যালন ডি’অরের মঞ্চে। এবার সেরা তিনের তালিকাতেও ঠাঁই মেলেনি মেসির। তবে রানার্স আপ হয়ে কোনওরকমে এবার ব্যালন ডি’অরের মঞ্চে পা রেখেছেন রোনাল্ডো। বর্তমানে জুভেন্তাসের হয়ে খেলছেন রোনাল্ডো।
Read the full story in English