/indian-express-bangla/media/media_files/2025/06/28/7283d12b-94e2-4b00-a06a-f08be426a839-2025-06-28-20-12-01.jpg)
টানা দ্বিতীয়বার মহিলাদের বেঙ্গল প্রো টি-২০ লিগ জয় করল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স
Bengal Pro T20 League 2025: টানা দ্বিতীয়বার মহিলাদের বেঙ্গল প্রো টি-২০ লিগ জয় করল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। আর সেইসঙ্গে গড়ল এক নয়া ইতিহাস। শনিবার (২৮ জুন) ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচটি আয়োজন করা হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত এই ফাইনাল ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ফলাফল নির্ধারিত হয়। শেষপর্যন্ত সোবিসকো স্ম্যাশার্স মালদাকে ১৬ রানে হারিয়ে দেয় তারা।
টানা দ্বিতীয়বার খেতাব জয়
অধিনায়ক মিতা পালের নেতৃত্বে কলকাতা টাইগার্সের 'টিম ওয়ার্ক' চোখে পড়ার মতো ছিল। এই দলের ধারাবাহিকতা সকলের নজর কেড়েছে। ফাইনাল ম্যাচে কলকাতা এবং মালদার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত কলকাতার জয় শুধুমাত্র এই টুর্নামেন্টে তাদের শ্রেষ্ঠত্বই প্রমাণ করেনি, বাংলার মহিলা ক্রিকেটারদের উন্নতিও যথেষ্ট প্রশংসনীয় ছিল।
এই জয়ের পর কলকাতা টাইগার্স দলের অধিনায়ক মিতা পাল বললেন, 'প্রথমবারের জয়টা ছিল খুবই স্পেশাল। তবে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টে সাফল্য বজায় রাখাটা এককথায় অভাবনীয়। এই টুর্নামেন্টে প্রত্যেক ক্রিকেটারই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। এই ট্রফিটা আমাদের দলের প্রত্যেক সদস্য, কোচিং স্টাফ এবং অগণিত সমর্থকদের।'
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/28/176387c7-a487-497d-91f7-5adf5d3035aa-2025-06-28-20-13-19.jpg)
অন্যদিকে লাক্স কোজির ডিরেক্টর সাকেত টোডি বললেন, 'এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। পরপর ২ বছর বেঙ্গল প্রো টি-২০ লিগের খেতাব জয় করল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। এই দলের প্রত্যেক সদস্য যে কতটা পরিশ্রম করেছে, এই সাফল্যই তার প্রমাণ। আমরা আগামীদিনে খেলাধুলোর মাধ্যমে মহিলাদের আরও আত্মনির্ভর করতে চাই। এই ব্যাপারে আমাদের যথেষ্ট পরিকল্পনাও রয়েছে।'
Sara Ali Khan: 'ক্রিকেট আমার রক্তে...', ইডেনে দাঁড়িয়ে স্পষ্ট কথা বলে গেলেন সারা
অন্যদিকে শ্যাম স্টিলের ডিরেক্টর ললিত বেরিওয়ালা বললেন, 'টানা দ্বিতীয়বার জয়টা শুধুমাত্র সাফল্য নয়, এটা আসলে একটা আন্দোলন। এই একটা জয় বাংলার অগণিত মহিলাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। এমন একটা দলের পাশে থাকতে পেরে আমরা সত্যিই গর্বিত।'
Bengal Pro T20 League: বেঙ্গল প্রো টি-২০ লিগে ধুন্ধুমার, ফাইনালে মুখোমুখি হাওড়া-মুর্শিদাবাদ
বাংলার মহিলা ক্রিকেট ইতিহাসে এই জয় অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। টানা দ্বিতীয়বার সাফল্যের ধারাবাহিকতা তারা ধরে রাখতে পেরেছে। অন্যদিকে, লাক্স শ্যাম কলকাতা টাইগারের পুরুষ দলও যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। অভিষেক পোড়েলের নেতৃত্বে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। আশা করা যায়, আগামীদিনে তারাও খেতাব জয় করতে পারবে।