বাগানে খেলে যাওয়া বিদেশিকে সামলাতে হবে কোচ ফেরান্দোকে! AFC কাপে মেরিনার্সদের আতঙ্ক এই তারকা

পুরোনো মোহনবাগানী বুধবার যন্ত্রণা দিতে পারেন বাগানকে

পুরোনো মোহনবাগানী বুধবার যন্ত্রণা দিতে পারেন বাগানকে

author-image
Subhasish Hazra
New Update
NULL

মোহনবাগানের ফুটবল উন্মাদনা আগেই দেখেছেন তিনি। শহরের ফুটবল ক্রেজ আগেই দেখেছেন। মোহনবাগান প্রাক্তনী বিমল ধারতি মাগার এবার ফিরছেন কলকাতায়। নিজের পুরোনো ক্লাব এএফসি কাপের গ্রুপ মঞ্চে। মাছিন্দ্রা এফসির জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে বুধবার।

Advertisment

আন্ডারলেখট যুব দল থেকে উঠে আসা নেপালি স্ট্রাইকারকে সঞ্জয় সেনের মোহনবাগান সই করিয়েছিল ২০১৭/১৮ সিজনের জন্য। সেই সিজনে নক্ষত্রখচিত স্কোয়াড গড়েছিল সবুজ মেরুন শিবির। দিপান্ডা ডিকা, কিংসলে, ইউটা কিনোয়াকি, আক্রম মোঘরাবি, ক্যামেরন ওয়াটসনদের নিয়ে বেশ শক্তপোক্ত দল গড়েছিল বাগান। তবে আইলিগে শেষরক্ষা হয়নি। তৃতীয় স্থানে ফিনিশ করেছিল সেবার মেরিনার্সরা।

ঘরের মাঠে টানা তিনটে ড্র এবং একটা হারের জেরে পদত্যাগ করেন সঞ্জয় সেন। তারপরে বাকি মরসুমের দায়িত্ব সামলাতে হয় শঙ্কর চক্রবর্তীকে। সেই মোহনবাগান স্কোয়াডেরই অন্যতম অংশ ছিলেন বিমল মাগার।

মাছিন্দ্রা এফসি এমনিতে যথেষ্ট শক্তিশালী দল। নেপালের জাতীয় দলের একাধিক তারকা খেলেন গতবারের নেপালি শীর্ষ ফুটবল লিগের রানার্স এই দলটি। ২০১৯-২০২১ টানা দু-বার নেপাল ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মাছিন্দ্রা। গতবারও রানার্স হয় তারা।

Advertisment

২০০৫ সালে এই ফুটবল ক্লাব নেপালি শীর্ষ লিগে খেলার সুযোগ পেয়েছিল। তবে সাম্প্রতিক অতীত বাদ দিয়ে মাছিন্দ্রা সেভাবে সাফল্যের খোঁজও পায়নি।

নেপালি শীর্ষ লিগে রানার্স হয়ে এএফসি কাপে খেলার সুযোগ পাওয়ার নেপথ্যে রয়েছে অন্য ঘটনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চার্চ বয়েজ ইউনাইটেড এফসির আসলে এএফসির লাইসেন্স নেই।

এএফসির গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী রাউন্ডে পৌঁছনোর মাছিন্দ্রা হারিয়েছিল ভুটানের পারো এফসিকে।

Mohunbagan Kolkata Football Indian Football Mohun Bagan atk-mohun-bagan Mohun Bagan Super Giants