/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/vk.jpg)
বিশ্বকাপে ডাবল বিরাট! লন্ডন মজে ভারত অধিনায়কে (ছবি-টুইটার)
আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু ক্রিকেট মহোৎসব। ব্রিটিশ তল্লাটে বাইশ গজের শ্রেষ্ঠ কার্নিভাল। আর তার আগেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি পেলেন অনন্য সম্মান। বুধবার ক্রিকেটের মক্কা লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে কিং কোহলির মোমের মূর্তি উন্মোচিত হল। সৌজন্যে মাদাম তুসোর জাদুঘর। !
দর্শকরা ৩০ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে এই মূর্তি দেখতে পাবেন। বিশ্বকাপে নকলই বিরাটই হতে চলেছেন অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিরাটের ফ্যানেরা ইতিমধ্যেই তাঁর মূর্তিকে সামনে রেখে সেলফি তুলতে শুরু করে দিয়েছেন। টুইটারেও কোহলির ভক্তরা এই ছবি দেদারে পোস্ট করছেন।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: ধোনির ছক্কার পরেই বিরাটের গালি! ভাইরাল ভিডিওয় শুরু বিতর্ক
#CWC19#TeamIndia#ViratKohli
Wax statue at @MadameTussauds
KING @imVkohli ???? pic.twitter.com/eOFTWOqvu7— VIRAT (@its_mee_BJ) May 30, 2019
টিম ইন্ডিয়ার অফিসিয়াল নীল জার্সিতেই এখানে পাওয়া যাচ্ছে বিরাটকে। কোহলি নিজেই তাঁর মূর্তির জন্য জুতো ও গ্লাভস দিয়েছেন মাদাম তুসো কর্তৃপক্ষকে। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে উসেইন বোল্ট, মো ফারহা এবং শচীন তেন্ডুলকরের মূর্তির পাশাপাশি দেখা যাবে মোমের কোহলিকে। মাদাম তুসোর জেনারেল ম্যানেজার স্টিভ ডেভিস বলছেন, "ক্রিকেট জ্বরে গোটা দেশ কাবু। আগামী সপ্তাহগুলোতেও এরকমই থাকবে। ফলে বিরাট কোহলির মূর্তি উন্মোচনের জন্য এর থেকে ভাল সময় হতে পারে না। আশা করি ফ্যানেরা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তাঁদের নায়ককে উপভোগ করবে।"