Advertisment

Sakshi Dhoni: ইংরেজ তারকার কুনজরে ধোনির স্ত্রী! ১১ বছর পুরনো রসালো মন্তব্য ঝড় তুলল হঠাৎ

Mahendra Singh Dhoni-Sakshi Dhoni: ২০১০ সালের ৪ জুলাই থেকে নিশ্চিন্ত বৈবাহিক জীবন কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী। তাঁদের দাম্পত্যকে আরও শক্তিশালী করেছে মেয়ে জিভা। সুখী দাম্পত্যের সফল উদাহরণ হিসেবে নিজেকে মেলে ধরেছেন ধোনি-সাক্ষী।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mahendra Singh Dhoni, Sakshi Dhoni, Ben Duckett

Dhoni-Dukett: ক্রিকেটীয় বর্ণাঢ্য জীবনেও ধোনির বিরুদ্ধে কেউ কখনও লাম্পট্যের অভিযোগ তুলতে পারেনি। সাক্ষীর বিরুদ্ধেও ওঠেনি কোনও অভিযোগ। (ছবি- টুইটার)

Ben Duckett on MS Dhoni wife: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীকে (Sakshi Dhoni) নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেট। তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ধোনি ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ইংল্যান্ড তারকার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ডাকেটের তীব্র সমালোচনা করেছেন আপামর ক্রীড়াপ্রেমী।

Advertisment

বর্তমানে ভারত সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ভারতের বিরুদ্ধে বর্তমান টেস্ট সিরিজে ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট চার ইনিংসে ১৩১ রান করেছেন। তার মধ্যে প্রথম ম্যাচে হায়দরাবাদে ডাকেট প্রথম ইনিংসে করেছেন ৩৫ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ৪৭ রান। ভাইজাগে দ্বিতীয় টেস্ট ম্যাচে ডাকেটের প্রথম ইনিংসে সংগ্রহ করেন ২১ রান। দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ২৮ রান। এই নিয়ে ১৬ টেস্ট ম্যাচে তাঁর রানের পরিমাণ দাঁড়িয়েছে ১২০৩। গড় ৪৩।

ইংল্যান্ডের হয়ে বেন ডাকেটের অভিষেক ঘটেছিল ২০১২ সালে। প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক মেজাজে খেলা নজর কেড়েছিল ক্রিকেট বিশেষজ্ঞের। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন যে, ডাকেটের ক্রিকেটীয় দক্ষতা প্রশ্নাতীত। আর, সেই কারণেই তিনি এখন ইংল্যান্ড দলের নির্ভরযোগ্য সদস্য। তবে, তাঁর সেই বাজবল দক্ষতার জন্য নয়। ডাকেট সংবাদ শিরোনামে এসেছেন তাঁর কুমন্তব্যের জন্য। আর, সেই কুমন্তব্য তিনি করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর সম্পর্কে।

ভাইজাগের ম্যাচে ভারত জিতেছে। দ্বিতীয় ম্যাচের ১০ দিন বাদে হবে তৃতীয় টেস্ট। তার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে ইংল্যান্ড দল আবুধাবিতে গিয়েছে। আর, এই সময়েই সংবাদ শিরোনামে উঠে এসেছে বেন ডাকেটের কুমন্তব্য। সোশ্যাল মিডিয়ায় ডাকেট লিখেছেন, 'Dhoni's girlfriend/wife is top drawerrrrr'। যার বাংলাটা হল, 'ধোনির গার্লফ্রেন্ড বা স্ত্রী সেরা আকর্ষণীয়।' তা নিয়ে বিতর্ক ছড়াতেই জানা যায় যে, ডাকেট এই টুইট করেছিলেন ২০১৩ সালে। সেটাই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন- ICC-র রাজমুকুট বুমরার মাথায়! প্ৰথম ভারতীয় হিসাবে সেরার সেরা সিংহাসনে ইতিহাস স্পিডস্টারের

ডাকেটের এই মন্তব্য সমালোচনার ঝড় তোলাই স্বাভাবিক। কারণ, ২০১০ সালের ৪ জুলাই থেকে নিশ্চিন্ত বৈবাহিক জীবন কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী। তাঁদের দাম্পত্যকে আরও শক্তিশালী করেছে, মেয়ে জিভা। এমনকী, ক্রিকেটীয় বর্ণাঢ্য জীবনেও ধোনির বিরুদ্ধে কেউ কখনও লাম্পট্যের অভিযোগ তুলতে পারেনি। সাক্ষীর বিরুদ্ধেও ওঠেনি কোনও অভিযোগ। আর, সেই কারণেই ডাকেটের মন্তব্যে প্রতিবাদ করতে ছাড়েননি ধোনির অনুরাগীরা। তবে, এই টুইট নিয়ে বিতর্ক বাড়তেই তা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে। যদিও তাতেও বিতর্ক এড়ানো যায়নি। আর, সেই বিতর্ক প্রকাশ্যে এনেছে সমস্ত জাতীয় সংবাদমাধ্যম।

Cricket News England Mahendra Sing Dhoni MS DHONI England Cricket Team
Advertisment