গোটা দেশে ২১ দিনের লকডাউন চলছে। এমন অবস্থায় ঘরবন্দি থাকা ক্রীড়াবিদদের কাছে রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সময় কাটাচ্ছেন। প্রত্যেকেই ক্রিকেট থেকে ক্ষণিক অবসর পর্ব পরিবারের সঙ্গে চুটিয়ে কাটাচ্ছেন।
অনেক ক্রিকেটার আবার ভিডিও গেমসে মগ্ন। ধোনিই যেমন। ধোনি কী খেলছেন, তা জানিয়ে দিয়েছেন সিএসকে ও জাতীয় দলে ধোনির সতীর্থ দীপক চাহার। তিনি জানিয়েছেন, ধোনি 'কল অফ ডিউটি' খেলছেন।
চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে চাহার জানিয়েছেন, পাবজি তে ধোনি আর আগের মতো খেলতে পারেন না। তাই 'কল অফ ডিউটি' খেলছেন তিনি। "মাহি ভাই পাবজি আর বেশি খেলে না। ভাই এখন নতুন খেলা খেলছেন।"
জানিয়ে দীপক চাহার আরো বলেছেন, "কিছুদিন আগেও ধোনি পাবজি খেলতো। তবে এখন সেই টাচ আর নেই। ও এখন বুঝতে পারে না কে কোথা থেকে শুট করছে। স্পষ্টই বোঝা যাচ্ছে খেলার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে মাহি ভাই।"
২০১৮ সালে চাহার ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি ২০ ম্যাচে অভিষেক ঘটে চাহারের। এর পরের বছরেই টি ২০র সেরা বোলিং পারফরম্যান্স মেলে ধরেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৭ রান খরচ করে হাফ ডজন উইকেট নেন।
অন্যদিকে ধোনি একবছর জাতীয় দলের বাইরে। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হারের পর আর বাইশ গজে দেখা যায়নি তাঁকে। আইপিএলের প্রত্যাবর্তন ঘটাতে প্রস্তুত ছিলেন তিনি। তবে করোনার বিশ্বজনীন সংক্রমণে আইপিএল হওয়া নিয়েই আপাতত সংশয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন