IPL 2025: আইপিএল সুপার ওভারের নিয়মে বিরাট বদল, বোর্ডের নির্দেশিকা খুলল ড্রয়ের রাস্তাও!

New Super Over Rules in IPL, Board’s Decision Allows Draws! আইপিএলে সুপার ওভারের নিয়মে বড় পরিবর্তন আনল বোর্ড। নতুন নির্দেশিকায় সুপার ওভারের পর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও থাকছে!

New Super Over Rules in IPL, Board’s Decision Allows Draws! আইপিএলে সুপার ওভারের নিয়মে বড় পরিবর্তন আনল বোর্ড। নতুন নির্দেশিকায় সুপার ওভারের পর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও থাকছে!

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL: শনিবারের ম্যাচে ইডেনের গ্যালারিতে দর্শকদের উন্মাদনা

IPL: শনিবারের ম্যাচে ইডেনের গ্যালারিতে দর্শকদের উন্মাদনা। (ছবি- আইপিএল)

IPL Introduces Major Changes in Super Over Rules, Board Allows Draws!: বড়সড় বদল এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়মে। বোর্ড বেশ কিছু নিয়ম ইতিমধ্যেই চালু করেছে। এবার আরও নিয়ম আসছে। তার মধ্যেই সুপার ওভারের নিয়মের কথা জানা গেল। সাধারণত কোনও ম্যাচ ড্র হলে সুপার ওভারে গড়ায়। এবার সেখানেই বদলাচ্ছে নিয়ম। তার ফলে ম্যাচ ড্র এবং পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisment

অর্থাৎ, ব্যাপারটা হচ্ছে যে- দুই দলের রান যদি কখনও সমান হয়ে যায়, তবে সেই ম্যাচ সুপার ওভারে চলে যাবে। সেই নিয়ম আগেও ছিল। এখনও রয়েছে। কিন্তু, সেই সুপার ওভারেও ম্যাচের যদি ফয়সালা না হত, তবে আরেকটি সুপার ওভার নিয়ম অনুযায়ী হওয়ার কথা। সেটাও ড্র হয়ে গেলে আরও একটা সুপার ওভার হবে। এভাবে ব্যাপারটা চলতে থাকবে। যদিও এতদিন পর্যন্ত দেখা গিয়েছে, খুব বেশি দূর যাওয়ার দরকার হয়নি। সুপার ওভারে বেশ তাড়াতাড়িই ব্যাপারটার মীমাংসা হয়ে গিয়েছে।

কিন্তু যদি সেটা না হয়, তাহলে, কী হবে? সেই প্রশ্নও দীর্ঘদিনের। আর, সেকথা মাথায় রেখেই আইপিএলে (IPL) সুপার ওভারের নিয়মে বড় পরিবর্তন আনল বোর্ড। নতুন নিয়মে বলা হচ্ছে যে, ম্যাচ শেষের দশ মিনিটের মধ্যে সুপার ওভার শুরু করতেই হবে। আর, সেখানেও ফলাফল পাওয়া না গেলে পরের সুপার শুরু করতে হবে ঠিক পাঁচ মিনিটের মধ্যে। কিন্তু, এটা কিন্তু এবার অনির্দিষ্টকালীন চলবে না। অর্থাৎ পরের সুপার ওভারগুলো সর্বোচ্চ একঘণ্টা চলতে পারে বলে জানানো হয়েছে। তাতেও ফয়সালা না হলে ম্যাচটি টাই হিসাবে ঘোষিত হবে বলেই জানানো হয়েছে। দুই দলই একটি করে পয়েন্ট পাবে এক্ষেত্রে। 

আরও পড়ুন- নাইটদের কাটা ঘায়ে 'নুনের ছিটে' ফিলের, ওপেনারকে হারিয়ে ভুল করল কেকেআর?

Advertisment

আর, এর ফলে নতুন নির্দেশিকায় সুপার ওভারের পর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও বাড়ছে। এতদিন পর্যন্ত সুপার ওভার দিয়ে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হত। কিন্তু এবার নতুন নিয়মে সেই সুপার ওভার শেষে নির্দিষ্ট শর্তে ম্যাচ ড্র হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, বোর্ডের এইসমস্ত সিদ্ধান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ প্রতিযোগিতায় বড় প্রভাব ফেলতে পারে। তাঁরা আরও মনে করছেন, এটি কিছু ক্ষেত্রে দলগুলোর জন্য সুবিধাজনকও হতে পারে। তবে, বারবার ড্র হলে ম্যাচ নিয়ে উত্তেজনার মাত্রাও কিছুটা হলেও কমতে পারে। 

cricket BCCI Cricket News Indian Premier League (IPL) IPL