Malda State Games 2025: রাজ্য গেমসে চরম অব্যবস্থা, মশার কামড়ে নাজেহাল অ্যাথলিটরা, জল নেই স্নানেরও!

Malda State Games 2025: অভিযোগ উঠেছে, কলকাতা থেকে কর্তারা গিয়ে উঠেছেন শহরের নামী হোটেলে, অথচ সাধারণ অ্যাথলিটদের জায়গা হয়েছে একটি স্কুলে। তাও সেখানে জলের অভাব রয়েছে। খাবারের পাশাপাশি স্নান, শৌচালয় সারারও জল নেই।

Malda State Games 2025: অভিযোগ উঠেছে, কলকাতা থেকে কর্তারা গিয়ে উঠেছেন শহরের নামী হোটেলে, অথচ সাধারণ অ্যাথলিটদের জায়গা হয়েছে একটি স্কুলে। তাও সেখানে জলের অভাব রয়েছে। খাবারের পাশাপাশি স্নান, শৌচালয় সারারও জল নেই।

author-image
Koushik Biswas
New Update
Malda State Games 2025

রাজ্য গেমসে চরম অব্যবস্থার ছবি ধরা পড়েছে

মালদায় (Malda) গত রবিবার রাজ্য গেমসের (State Games 2025) শুভ সূচনা হয়েছে। প্রথমদিন থেকেই নানা অব্যবস্থা চোখে পড়েছে। এমনিতেই মালদায় পরিকাঠামো নেই এত বড় আসরের আয়োজন করার। তারপর বড় অভিযোগ উঠেছে, কলকাতা থেকে কর্তারা গিয়ে উঠেছেন শহরের নামী হোটেলে, অথচ সাধারণ অ্যাথলিটদের জায়গা হয়েছে একটি স্কুলে। তাও সেখানে জলের অভাব রয়েছে। খাবারের পাশাপাশি স্নান, শৌচালয় সারারও জল নেই। বহু অ্যাথলিট এও বলেছেন, তাঁদের জল কিনে শৌচালয় সারতে হয়েছে। খাবারের জলও কিনে এনেছেন তাঁরা।

Advertisment

মশার উপদ্রব

তারপর যে স্কুলে রাখা হয়েছে, সেই স্কুলে মশার উপদ্রবে টেকা দায়। বিকেল থেকে মশা এসে ঢুকছে স্কুল ঘরগুলিতে। মশার ধূপ জ্বেলেও কোনও কাজ হচ্ছে না। অনেকেই বাইরে থেকে আসা অ্যাথলিটরা বাসে ঘুমিয়েছে। সকাল পাঁচটা পর্যন্ত বাসে থেকে বেলা এগারোটার সময় ইভেন্টে নামতে হয়েছে।

ব্যবহার অযোগ্য মহিলাদের শৌচালয়

Advertisment

কলকাতা থেকে কর্তারা গিয়েও কোনও লাভ নেই। তাঁদের এই বিষয়ে বললেও সুরাহা মেলেনি, তাঁরা উদাসীন এই বিষয়ে। মহিলা অ্যাথলিটদের পোষাক বদলের আলাদা কোনও জায়গা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক কোচ বলেছেন, ‘‘সকালে বার্লো হাই স্কুলে গিয়ে দেখি, আমাদের মেয়েরা মগে করে জল নিয়ে যাচ্ছে, কারণ কল থেকে জল পড়ছে না। তাদের শৌচালয়ে যাওয়ার মতো জল ছিল না!’’

হকি মাঠ নিয়েও বিতর্ক
 

গেমসে হকি মাঠ নিয়েও বিতর্ক রয়েছে। অ্যাস্টোটার্ফ তো স্বপ্ন, যে মাঠে খেলা হচ্ছে তা একেবারেই অযোগ্য রাজ্য হকি সংস্থার সচিব খালিদ হোসেন তিনি মালদায় গিয়ে সবকিছু দেখে ক্ষুব্ধ। 

কলকাতায় রাজ্য গেমসের সাংবাদিক সম্মেলনে বড় মুখ করে নানা কথা বলেছিলেন বেঙ্গল অলিম্পিক সংস্থার (Bengal Olympics Association) কর্তারা। তাঁরা এও বলেছেন, রাজ্য গেমসে দারুণভাবে আয়োজন করে সকলের নজর কেড়ে নেবেন। এই নিয়ে সংস্থার অন্যতম কর্তা ক্রীড়ামন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস এও জানান, মালদায় রাজ্য গেমসে চমক দেখাবে বিওএ। সেই চমক যে পাহাড়প্রমাণ অব্যবস্থা হতে চলেছে, সেটি সকলের ভাবনার বাইরে ছিল।

Bengal Olympics Association State Games 2025 Malda