Advertisment

Mohammed Shami Narendra Modi: মোদি 'ভক্ত' শামি! দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ঢালাও প্রশংসার বন্যা সুপারস্টারের

Mohammed Shami in Maldives vs Lakshadweep row: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে যাওয়ার পর মালদ্বীপের মন্ত্রী, নেতা এবং অন্যান্য জনসাধারণের যে অবমাননাকর এবং 'ভারত-বিরোধী' মন্তব্য করেছিলেন তা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই মহম্মদ শামির বিবৃতি প্রকাশ্যে এল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami | Arjuna Award | Narendra Modi | Maldives vs Lakshadweep row

Mohammed Shami Arjuna Award: মোদির ঢালাও প্রশংসা শামির গলায় (টুইটার)

Mohammed Shami supports PM Narendra Modi: তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) মালদ্বীপ (Maldives) সংক্রান্ত চলতি ইস্যুতে ভারতীয় পর্যটনের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি দেশবাসীকে ভারতীয় সমুদ্র সৈকতের সৌন্দর্য অন্বেষণে উৎসাহিত করার কথা ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে (Lakshadweep) যাওয়ার পর মালদ্বীপের মন্ত্রী, নেতা এবং অন্যান্য জনসাধারণের যে অবমাননাকর এবং 'ভারত-বিরোধী' মন্তব্য করেছিলেন তা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই মহম্মদ শামির বিবৃতি প্রকাশ্যে এল।

Advertisment

মহম্মদ শামি এএনআই-কে বলেছেন, "আমাদের উচিত আমাদের পর্যটনের প্রচার করা। দেশ যে পথেই এগিয়ে যাক না কেন, তা সবার মঙ্গলের জন্য। প্রধানমন্ত্রী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই আমাদেরও সমর্থন করা উচিত।" ভারতীয় ফাস্ট বোলার ছাড়াও, অনেক খেলোয়াড় ভারতের বিরুদ্ধে 'বর্ণবাদী' মন্তব্যের সমালোচনার বিরুদ্ধে এগিয়ে এসেছেন এবং দেশবাসীকে ভারতের সুন্দর সমুদ্র সৈকতে যেতে উৎসাহিত করেছেন।

আরও পড়ুন: ঈশানকে কি একেবারেই ছেঁটে ফেলল টিম ইন্ডিয়া! বড় রহস্যে তছনছ তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ

আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করব: শামি

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের ঐতিহাসিক জয়ের পর, ভারত পরবর্তী ২৫ জানুয়ারি হায়দ্রাবাদে প্রথম টেস্টে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ধর্মশালায় এবং সিরিজ শেষ হবে ১১ মার্চ। শামি জানিয়েছেন, সফরে নতুন কোনও টেকনিক গ্রহণের কথা ভাবছেন না তিনি। তিনি তাঁকে অর্পিত 'দায়িত্ব পালনে' যথাসাধ্য চেষ্টা করবেন।

প্রথম দুই টেস্ট ম্যাচে অনুপস্থিত থাকবেন শামি

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচে খেলবেন না মহম্মদ শামি। এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, শামিও একই ইঙ্গিত দিয়েছেন। মহম্মদ শামি বলেন, "এই সফরে নতুন কিছু ভাবছি না। আমি সবসময় ভাবতাম, আমি যদি ফিট থাকি, তাহলে যে ম্যাচে খেলব, সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করার চেষ্টা করব। শামি বলেন, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা পালন করার সর্বোচ্চ চেষ্টা করি। ভালো কথা হলো এই সিরিজটি আমাদের হোম কন্ডিশনে খেলা হবে। এটা আমাদের সাহায্য করবে। ভালো মাইন্ডসেট এবং ফিট হয়ে থাকাটা সবসময় গুরুত্বপূর্ণ। অতীতে ভাবা হত, ভারত ব্যাটিং সর্বস্ব টিম। তবে এখন ভারতকে বোলিংয়ের জন্যও চেনে।"

ইংল্যান্ড ভারত সফরের জন্য একাধিক নতুন মুখ সম্বলিত ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে। তবে ভারত এখন ও স্কোয়াড ঘোষণা করেনি।

Maldives PM Narendra Modi Lakshadweep narendra modi Mohammed Shami
Advertisment