/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/SLING.jpg)
মালিঙ্গার থেকে স্লোয়ার বলের মুন্সিয়ানা শিখলেন স্টোইনিস
গত সোমবারের ঘটনা। কিন্তু এখনও সোশাল মিডিয়ায় আলোচনা চলছে। সাউদ্য়াম্পটনের রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। পাঁচ উইকেটেই হারতে হয়েছিল দ্বীপরাষ্ট্রের দেশটিকে।
ম্যাচের পর দেখা যায় যে, অজি অলরাউন্ডার মার্কাস স্টোইনিসের বোলিং কোচ হিসেবে তাঁকে বেশ কিছু পরামর্শ দিচ্ছিলেন শ্রীলঙ্কার স্টার পেসার লাসিথ মালিঙ্গা। আইসিসি সেই ভিডিও টুইট করে লিখল, "বড় ব্যবধানে হারের পরেও মালিঙ্গা মাঠে থেকে গেলেন। মার্কাস স্টোইনিসকে তাঁর স্লোয়ার বলের রহস্য জানালেন। এটাই ক্রিকেটের স্পিরিট।"
আরও পড়ুন: IICC Cricket World Cup: বিশ্বকাপের আগেই অবসর নিচ্ছেন মালিঙ্গা! শ্রীলঙ্কান ক্রিকেটে তোলপাড়
Even after a heavy defeat, Lasith Malinga stuck around to teach Marcus Stoinis the secrets of his slower ball ???? #SpiritOfCricket#CWC19pic.twitter.com/xKtr1sJBfP
— Cricket World Cup (@cricketworldcup) May 27, 2019
এই ঘটনার পর মালিঙ্গা বলছেন, "স্টোইনিস আমার কাছে স্লোয়ার বল নিয়ে কিছু জানতে চেয়েছিল। এই ফর্ম্যাটে বৈচিত্র্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে আমি সবরকম টিপস দিতে চাই। যে জানতে চায়, তাকেই সাহায্য করি। আমি ওকে স্লোয়ার বলের সব ট্রিক বলে দিয়ছি। জানিয়েছি কোন পরিস্থিতিতে কোনটা করতে হবে। আমি সত্যিই খুশি ওর সঙ্গে কাজ করতে পেরে।" মালিঙ্গা জানিয়েছেন যে, বিশ্বকাপে স্টোইনিসের থেকে ডিপিং স্লোয়ার বল দেখা যাবে, কিন্তু রাউন্ড-আর্ম নয়। সদ্যসমাপ্ত আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সকে শেষ বলে আইপিএল ট্রফি জেতানোয় সবচেয়ে বড় অবদান ছিল এই টোক্রাশারের।