Advertisment

বোর্ড সভাপতি হওয়ার পরে সৌরভকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবার ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন। গত রবিবার বোর্ডের নাটকীয় মোড়ে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন ‘দাদা’।

author-image
IE Bangla Web Desk
New Update
sourav ganguly and mamata banerjee

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় (টুইটার)

দেশের পাশাপাশি বাংলার নামও উজ্জ্বল করেছ! কার্যত এমন ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তা পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নাটকীয়ভাবে মাঝরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পক্ষ থেকে টুইট-বার্তায় প্রশংসা ও অভিনন্দনে ভরিয়ে দেওয়া হল সদ্য় মনোনীত বোর্ড প্রেসিডেন্টকে।

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালেই সৌরভকে টুইটে লেখেন, "বোর্ড প্রেসিডেন্ট পদে সর্বসম্মত ভাবে নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন। অজস্র শুভেচ্ছা রইল। তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছো। সিএবি প্রেসিডেন্ট হিসেবেও তোমার কাজে গর্বিত। একটা দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় থাকলাম।"

আরও পড়ুন রঞ্জি ক্রিকেটেই থাকবে ফোকাস, বললেন বোর্ড প্রেসিডেন্ট পদে মনোনীত সৌরভ

রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবার ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন। গত রবিবার বোর্ডের নাটকীয় মোড়ে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন ‘দাদা’। প্রথমে ব্রিজেশ প্য়াটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন।

আরও পড়ুন বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পুত্র জয় শাহ হতে চলেছেন বোর্ডের নয়া সচিব। অন্যদিকে অরুণ ধুমাল হবেন বিসিসিআইয়ের নয়া কোষাধ্যক্ষ। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ। রবিবার রাতে ইন্ডিয়ানএক্সপ্রেসডটকম-কে এক সূত্র জানিয়েছেন, “গাঙ্গুলি এখন প্রেসিডেন্ট পদে মনোনীত। আগামিকাল এই পদের জন্য় সে মনোনয়ন দেবে। এদিন বোর্ডের বৈঠকে সকল প্রতিনিধিরা মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।”

বিরাট কোহলিদের নতুন বোর্ড গঠন নিয়ে গত শনিবার থেকেই শুরু হয়েছে নয়া ‘কিস্সা’। যা প্রায় রুদ্ধশ্বাস থ্রিলারে পরিণত হয়েছে। সোমবার অর্থাৎ আজই বোর্ডের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সব ঠিক থাকলে সৌরভই যে সিংহাসনে বসতে চলেছেন তা প্রায় বলে দেওয়া যায় এখনই।

Sourav Ganguly Mamata Banerjee BCCI
Advertisment