scorecardresearch

‘মোহনবাগান আগেই খেলে দিয়েছে, বেচারা ইস্টবেঙ্গল’, মমতা বলতেই করতালির বন্যা

কেন ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরম্যান্স? ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী।

mamata says why east bengal could not do well in isl , মমতা ব্যাখ্যা করলেন কেন ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরম্যান্স।
ইস্টবেঙ্গল নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

মোহনবাগানে যখন উৎসবের আবহ, তখন চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে শুধুই হতাশা। সবুজ-মেরুন দলের সংবর্ধনা অনুষ্ঠানে অবশ্য মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল লাল-হলুদ প্রসঙ্গ। ব্যাখ্যা করলেন কেন ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরম্যান্স।

১১ দলের আইএসএল লিগে এবার ইস্টবেঙ্গলের স্থান ১০ নম্বরে। গতবারও ফল ভালো হয়নি। গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবের কেন এই হাল? বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইস্টবেঙ্গল বেচারা ভাল করে টিমটা তৈরি করতে পারেনি।’ মমতা একথা বলতেই সবুজ-মেরুন তাঁবু হাততালির বন্যা। মোহনবাগান জনতার প্রবল চিৎকারে উচ্ছ্বাসের প্রকাশ ছিল বাঁধনছাড়া।

পরোক্ষণেই উচ্ছ্বসিত জনতাকে চুপ করতে বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘শুনুন। একটু চুপ করুন। আমার কাছে ইস্টবেঙ্গল, মোহনবাগান সবাই সমান।’ 

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা যখন টিমটা তৈরি করেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভাল খেলোয়াড় পায়নি। মোহনবাগান সেই খেলাটা আগেই খেলে দিয়েছিল।’

আরও পড়ুন- ‘ভোরবেলার স্বপ্নই সত্যি হয়েছে’, তৃপ্ত মমতা, মোহনবাগানের বিজয় উৎসবের মঞ্চে আবেগী মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এও বলেন, ‘সঞ্জীব গোয়েঙ্কার তো টাকার অভাব নেই। তাঁর হাতে সিইএসসি আছে। তিনি মোহনবাগানকে নানানরকম সাহায্য করেছেন। বরং অতিরিক্ত সাহায্য করেছেন।’

উল্লেখ্য, আইএসএলে আন্তর্ভুক্ত হওয়ার শুরু থেকেই স্পনসর সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। কোয়েসের সঙ্গে গাঁটছড়া ছিন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই স্পনসর হিসাবে ইমামিকে পায় লাল-হলুদ ক্লাবটি। কিন্তু ততক্ষণে খেলোয়াড় নির্বাচনের প্রক্রিয়া অনেক দূর হয়ে গিয়েছিল। ফলে ফুটবলার নির্বাচনে বেশি সময় পায়নি ক্লাব। যার জের পড়েছে ইস্টবেঙ্গলের খেলায়। গত দুটি মরসুমই মোহনবাগানের কাছে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Mamata says why east bengal could not do well in isl