Advertisment

আগুয়েরোর সঙ্গে প্রিমিয়র লিগ জিতেছেন, ইডেনে বেল বাজানো এই ফুটবলারটি কে?

এই মুহূর্তে রিচার্ডস রয়েছেন কলকাতায়। ম্য়ান সিটি-র প্রমোশনে তাদের ছটি ট্রফি নিয়ে ট্রফি ট্য়ুর করছেন তিনি। দ্য় সিটিজেন্স ভারতে ট্রফি ট্য়ুরের জন্য় বেছে নিয়েছে চেন্নাই-মুম্বই এবং কলকাতাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Manchester City's Micha Richards rings bell at Eden Gardens

আগুয়েরোর সঙ্গে প্রিমিয়র লিগ জিতেছেন, ইডেনে বেল বাজানো এই ফুটবলারটি কে? (ছবি-টুইটার, সিএবি মিডিয়া)

ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম ডে-নাইট টেস্ট পাঁচ দিনের বদলে তিন দিনেই গুটিয়ে গেল। প্রতিদিনই প্রথা মেনে বাজানো হয়েছে ইডেন বেল। তারপরেই হয়েছে ম্য়াচের শুভারম্ভ।

Advertisment

প্রথম দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বেল বাজিয়ে ছিলেন। দ্বিতীয় দিন সেই কাজ করলেন দাবার পাঁচবারের বিশ্ব চ্য়াম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ও বর্তমান চ্য়াম্পিয়ন ম্য়াগনাস কার্লসেন। তৃতীয় ও শেষ দিনে রবিবাসরীয় ইডেনে বেল বাজালেন মিকা রিচার্ডস। কে এই মিকা রিচার্ডস?

আরও পড়ুন-IND vs BAN: ‘কী করে এটা ছয় হলো!’ বিস্মিত শামি, কোহলির মাথায় হাত, রইল ভিডিও

আরও পড়ুনIND vs BAN: প্রথম ঘণ্টাতেই জয় সম্পন্ন করল ভারত

ক্রিকেটের ফ্য়ানেরা চট করে দেখে চিনতে পারবেন না রিচার্ডসকে। কারণ তিনি যুক্ত ফুটবলের সঙ্গে। ইংলিশ প্রিমিয়র লিগ ক্লাব ম্য়াঞ্চেস্টার সিটির হয়ে রাইট ব্য়াক পজিশনে খেলেছেন ২০০৫-২০১৫ পর্যন্ত। ডিফেন্ডার হয়েও ৯ গোল রয়েছে তাঁর ঝুলিতে। ২০১১-১২ মরসুমে সের্জিও আগুয়েরো-ভিনসেন্ট কোম্পানির সঙ্গে রিচার্ডস জিতেছেন প্রিমিয়র লিগ।

publive-image ২০১১-১২ ইংলিশ প্রিমিয়র লিগ জয়ী ম্য়াঞ্চেস্টার সিটি

এরপর সিটি তাঁকে ছেড়ে দেয়। তিনি ফিয়োরেন্তিনা হয়ে চলতি বছর খেলেছেন অ্যাস্টন ভিলার হয়ে। ৩১ বছরের পাঁচ ফুট ১১ ইঞ্চির ফুটবলার ইংল্য়ান্ডের জার্সিতে ২০০৬ সালে অভিষেক করেন দেশের কনিষ্ঠতম ডিফেন্ডার হিসাবে। ২০১২ পর্যন্ত ইংল্য়ান্ডের হয়ে খেলেছেন ১৩টি ম্য়াচ।

এই মুহূর্তে রিচার্ডস রয়েছেন কলকাতায়। ম্য়ান সিটি-র প্রমোশনে তাদের ছটি ট্রফি নিয়ে ট্রফি ট্য়ুর করছেন তিনি। দ্য় সিটিজেন্স ভারতে ট্রফি ট্য়ুরের জন্য় বেছে নিয়েছে চেন্নাই-মুম্বই এবং কলকাতাকে। সফরের শেষ শহরে রিচার্ডস। এরপর ফিরে যাবেন দেশে। তাঁর আগে বাইশ গজে ভারতের ঐতিহাসিক দিন-রাতের টেস্টে সাক্ষী থাকলেন তিনি। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলছেন, "ভারতে ক্রিকেট অত্য়ন্ত জনপ্রিয়। কিন্তু এখানে ফুটবলের জনপ্রিয়তাও অসাধারণ।"

Premier League Manchester city Eden Gardens
Advertisment