Advertisment

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই সর্বকালের সেরা বাছল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ন’বছর হল ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে স্যান্টিয়াগো বার্নাব্যুতে চলে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু আজও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ভুলতে পারেনি রিয়াল মাদ্রিদের পর্তুগিজ জাদুকরকে। তারই প্রমাণ মিলল আবারও।

author-image
IE Bangla Web Desk
New Update
Manchester United fans vote Cristiano Ronaldo club's best-ever Premier League player

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই সর্বকালের সেরা বাছল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ন’বছর হল ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে স্যান্টিয়াগো বার্নাব্যুতে চলে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু আজও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ভুলতে পারেনি রিয়াল মাদ্রিদের পর্তুগিজ জাদুকরকে। তারই প্রমাণ মিলল আবারও।

Advertisment

যে ক্লাবে খেলে প্রথম স্টারডমের স্বাদ পেয়েছিলেন সিআর সেভেন, সেই ক্লাবই তাঁকে প্রিমিয়র লিগের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বেছে নিল। ফ্যানেদের ভোটে রায়ান গিগস ও পল স্কোলসকে হারিয়েছেন রোনাল্ডো।

সম্প্রতি প্রিমিয়র লিগে ১,০০০ ম্যাচ খেলে ফেলল রেড ডেভিলস। সেই উপলক্ষ্যে তারা একটা ফ্যান পোলের আয়োজন করেছিল। সেখানেই ২৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সিআর সেভেন। ২১ শতাংশ ভোটে পেয়ে দ্বিতীয় স্থানে গিগস, ১৭ শতাংশ ভোটের সৌজন্যে তিন নম্বরে স্কোলস।

আরও পড়ুন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ভারতে আসার আমন্ত্রণ অর্জুন কাপুরের

রোনাল্ডো ২০০৩-এ স্পোর্টিং লিসবন ছেড়ে ম্যাঞ্চেস্টারে চলে আসেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে ধীরে ধীরে এই গ্রহের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠেন তিনি। ছটা বছর এই ক্লাবে কাটিয়ে প্রচারের লাইমলাইটে চলে আসেন রোনাল্ডো। কেরিয়ারের প্রথম ব্যালন ডি’অরও জেতেন এখান থেকে তিনি। ম্যান ইউ-র জার্সিতে আটটি খেতাব জিতেছেন রোনাল্ডো। এরমধ্যে তিনটি প্রিমিয়র লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে।

অন্যদিকে, প্রিমিয়র লিগের সেরা গোলের তকমা পেয়েছেন ওয়েন রুনি। ২০১০-১১ মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে তাঁর ওভারহেড-কিকটাই সেরা বলছেন ফ্যানেরা। ২০০৯ সালে ঘরের মাঠে প্রিমিয়র লিগ ডার্বিতে ইউনাইটেড ৪-৩ হারিয়েছিল সিটিকে। ভোটদাতাদের বিচারে এটাই এখনও পর্যন্ত লিগের সেরা ম্যাচ। ২০১২-তে চেলসির সঙ্গে ৩-৩ ড্র করেছিল ম্যান ইউ। ঝাঁপিয়ে জুয়ান মাতার ফ্রি-কিক বাঁচিয়ে ছিলেন ডেভিড ডি গিয়া। এটাই সেরা সেভ বলছে ম্যান ইউ।   

Cristiano Ronaldo Premier League Manchester United
Advertisment