ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে এবার মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠে গেল। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে ম্যান ইউ ক্লাব কর্তৃপক্ষ।
এক মহিলা নিজের ইন্সটাগ্রাম একাউন্ট থেকে শারীরিক নিগ্রহের অভিযোগ এনেছিলেন। যদিও সেই ইন্সটা-পোস্টের ভিডিও, ছবি এবং অডিও বার্তা পরে মুছে দেওয়া হয়েছে। তারপরেই বিবৃতি জারি করে ম্যান ইউ কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ইস্ট-মোহনই শেষ নয়, কিয়ানকে ভারতের জার্সিতে দেখতে চাই, বলছেন গর্বিত জামশিদ
"সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং অভিযোগ ছড়ানো হয়েছে, সেই বিষয়ে আমরা অবহিত। সত্যি উদঘাটন হওয়া না পর্যন্ত আমরা কোনও মন্তব্য করব না। কোনও রকম হিংসার পরিপন্থী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।" বলা হয়েছে ক্লাবের তরফে।
সংশ্লিষ্ট ঘটনায় তদন্ত শুরু করেছে ম্যাঞ্চেস্টার পুলিশও। সমস্ত তথ্য আপাতত জোগাড় করা হচ্ছে। পুলিশের তরফে বলা হয়েছে, "সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে আমরা জ্ঞাত রয়েছি। পুরো ঘটনার জন্য তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই।"
আরও পড়ুন: মেসিই অনুপ্রেরণা, বলছেন ডার্বি রূপকথার হ্যাটট্রিক নায়ক কিয়ান নাসিরি
সংশ্লিষ্ট মহিলা অভিযোগ জানানোর কয়েক ঘন্টা কেটে গেলেও, এখনও অবশ্য এখনও গ্রিনউড কোনও প্রকাশ্যে বিবৃতি দেননি। ২০ বছরের তারকা ফুটবলার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একাডেমি থেকে উঠে এসে সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন