/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/Manika-Batra.jpg)
অর্জুনের জন্য মনোনীত মণিকা-হরমীত
দ্য টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া (টিটিএফআই) শুক্রবার অর্জুন পুরস্কারের জন্য মণিকা বাত্রার নাম মনোনীত করল। কমনওয়েলথ গেমসে একাই দেশকে চারটি পদক এনে দিয়েছিলেন মণিকা। এই কৃতিত্ব দেশের আর কোনও ক্রীড়াবিদের নেই। মণিকার পাশাপাশি হরমীত দেশাইও অর্জুনের মনোনয়ন পেয়েছেন। টিটিএফআই-এর এক আধিকারিক বলছেন, “ আমরা মণিকার মনোনয়ন পাঠিয়েছি। গোল্ড কোস্টে ওর এরকম শক্তিশালী পারফরম্যান্স দেখার পর কেন্দ্রীয় কমিটির পক্ষে ওকে উপেক্ষা করা সম্ভব ছিল না।”
আরও পড়ুন- CWG 2018: টেবিল টেনিসে সোনা, একা হাতে ইতিহাস লিখলেন মণিকা
গোল্ড কোস্টে ইতিহাস লিখেছেন দিল্লির বছর বাইশের মণিকা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে টেবিল টেনিস সিঙ্গলসে দেশকে সোনা এনে দিয়েছিলেন তিনি। সিঙ্গাপুরের মেনগিউ ইউ-কে ৪-০ তে হারিয়ে মাইলফলক গড়লেন মণিকা। তাঁর পক্ষে ফল ছিল ১১-৭, ১১-৬, ১১-২, ১১-৭। গোল্ড কোস্টে একের পর এক দুরন্ত পারফরম্যান্সেই চমকে দিয়েছিলেন মণিকা। ভারতকে টেবিল টেনিসের দলগত মহিলাদের ইভেন্টেও সোনা এনে দেন।বাংলার মৌমা দাসকে নিয়ে ডাবলসে রুপোও জিতেছেন মণিকা। মিক্সড ডাবলসেও দেশকে ব্রোঞ্জ এনে দিতে অবদান রাখেন মণিকা।
আরও পড়ুন-CWG 2018: ৬৬টি পদক ভারতের, দেখে নেওয়া যাক রাজ্যভিত্তিক পারফরম্যান্স
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/Harmeet-Desai.jpg)
হরমীতও কিন্তু গোল্ড কোস্টে চমকে দিয়েছিলেন। বছর চব্বিশের সুরাট নিবাসী জোড়া সোনা নিয়েই দেশে ফিরেছিলেন। পুরুষদের টিম ইভেন্টের পাশাপাশি ডাবলসেও সোনা জেতেন তিনি।