সৈয়দ মুস্তাক আলিতে এবার রোমহর্ষক ম্যাচ। কোয়ার্টার ফাইনালে বাংলা বনাম কর্ণাটক ম্যাচ পৌঁছে গেল সুপার ওভারে। আর সেই রোমাঞ্চকর ম্যাচেই দুরন্ত হয়ে উঠলেন মনীশ পান্ডে। তাঁর ডিরেক্ট থ্রোয়েই খেলা গড়াল সুপার ওভারে।
প্ৰথমে ব্যাট করতে নেমে কর্ণাটক স্কোরবোর্ডে ১৬০/৫ তুলেছিল। জবাবে রান তাড়া করার সময় বাংলার শেষ ওভারে দরকার ছিল ২০ রান। প্ৰথম দুই বলেই জোড়া ছক্কা হাঁকান বাংলার ব্যাটসম্যান ঋত্বিক রয়চৌধুরি। শেষ বলে মাত্র ১ রান করলেই জিতে যাবে বাংলা। এমন সময়েই মনীশ পান্ডের ডিরেক্ট থ্রো খেলা সুপার ওভারে টেনে নিয়ে যায়।
আরও পড়ুন: আঙুলে চোট লাগার পরেই সিরাজকে সপাটে থাপ্পড় রোহিতের! তুলকালাম ড্রেসিংরুম, রইল ভিডিও
সুপার ওভারে বাংলার কাইফ আহমেদ লং অফে করুণ নায়ারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। কেসি কারিয়াপ্পার বলে। প্রথম তিন বলে মাত্র ৫ রান উঠেছিল। শ্রীবৎস গোস্বামী এরপরে দুটো সিঙ্গলস নেওয়ার সময় রান আউট হয়ে যায়। বাংলা ৫/২-এ ফিনিশ করে।
মনীশ পান্ডে এবং করুণ নায়ার এই রান তাড়া করতে নামে। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে যান মনীশ পান্ডে। বৃহস্পতিবারের জয়ে সৈয়দ মুস্তাক আলির চার সেমিফাইনালিস্ট দল হল- কর্ণাটক, তামিলনাড়ু, হায়দরাবাদ এবং বিদর্ভ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন