/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/Manu-Bhaker-Jaspal-Rana.jpg)
Manu Bhaker-Jaspal Rana: বামদিকে পদক-সহ মানু ভাকার। ডানদিকে কোচ দ্রোণাচার্য জসপাল রানা। (ছবি- টুইটার)
Manu Bhaker coach Jaspal Rana financial crisis: তাঁর ছাত্রী মানু ভাকার প্যারিস অলিম্পিকে দুটো ব্রোঞ্জ জিতে ইতিহাসে নিজের স্থান করে নিয়েছেন। যাতে খুশি গোটা দেশ। কিন্তু, প্রদীপের নীচে অন্ধকারের মত মানুর কোচ জসপাল রানা কিন্তু এই খুশিতে ভেসে যেতে পারছেন না। তিনি বরং নিজের সমস্যায় ডুবে আছেন। আর, সেই সমস্যা হল বেকারত্ব বা চাকরির অভাব। প্রিয় ছাত্রীর সাফল্যের মধ্যেই জসপাল এখন নিজের সমস্যা মেটাতে চাকরির সন্ধান করছেন। মাইনে না পেয়ে তিনি কতটা সমস্যার মধ্যে রয়েছেন, সেই কথাই বলছেন ঘনিষ্ঠদের।
মানু ভাকারের সাফল্যের পিছনে তাঁর কোচ জসপালের অবদানও নেহাত কম নয়। জসপাল রানা নিজেও অত্যন্ত বড়মাপের শুটার ছিলেন। ভারতীয় হয়ে আন্তজার্তিক দুনিয়ায় তিনি ছিলেন এক পরিচিত নাম। প্রাক্তন এই শুটার তাঁর অসাধারণ কৃতিত্বের জন্য 'অর্জুন' এবং 'পদ্মশ্রী' পুরস্কারেও ভূষিত হয়েছেন। শুধু তাই নয়, কোচ হিসেবে তিনি যে সফল, সেটা তো মানু ভাকারই প্রমাণ। ভারত সরকার তাঁকে দেশের কোচদের সেরা পুরস্কার 'দ্রোণাচার্য' সম্মানে ভূষিত করেছে।
আর, এই কারণেই মানুর সাফল্যের সময় সংবাদমাধ্যম জসপাল রানার সাক্ষাৎকার পেতেও ঝাঁপিয়ে পড়েছে। সাক্ষাৎকারে জসপাল বুঝিয়ে দিয়েছেন যে তিনি তাঁর শিষ্যার সাফল্যে ঠিক কতটা খুশি। সঙ্গে, ইন্টারভিউয়ে জসপাল তাঁর দুঃখের কথাও প্রকাশ করেছেন। যা শুনে শ্রোতারা দুঃখিত হতে বাধ্য। তিনি জানিয়েছেন, টোকিও অলিম্পিকে যখন মানু কোনও পদক আনতে পারেননি, সেই সময় তাঁর কোচ হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে জসপালকে রীতিমতো গালিগালাজ করা হয়েছে। অথচ, জসপাল নিজে টোকিও অলিম্পিকে হাজিরও ছিলেন না। আর, এবার মানুর মেডেল পাওয়ার পর পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে গিয়েছে বলেই তিনি দাবি করেছেন।
আত্মপ্রচারে বিমুখ জসপাল সাক্ষাৎকারে বলেছেন, 'আমি কেউ না। মানু চেয়েছিল আমি ওঁকে সাহায্য করি। আমি সেটা করেছি। আর, ও পুরো কামাল করে দিয়েছে। আমি সবাইকে এটাই বলব যে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অথবা অন্যান্য সংস্থা থেকে আমি তিন বছর মাসিক বেতন পাইনি। আমি রোজগারের জন্য চাকরির সন্ধান করছি।'
No Indian Will Pass Without Like ❤️ This
First bronze 🥉 for #india 🇮🇳
Super proud of Manu Bhaker. 🔥
Congratulations India 🇮🇳
Silver • Gold 🥇 #OlympicGames#Olimpiadas2024#paris2024olympics#Shooting#ManuBhaker. pic.twitter.com/pfuR5gkwNN— Aaru😊🦋 (@Aaru_180) July 28, 2024
জসপাল আরও বলেছেন, 'মানু দেশের জন্য পদক জিতেছেন। সেই জন্য আমি ওঁর চেয়েও বেশি খুশি। ওঁর মধ্যে প্রচুর ক্ষমতা আছে। আর, আমি শুধু সেটাকে সঠিক রাস্তা দেখিয়েছি। আমি দেশের জন্য ফের নতুন করে শুরু করতে চাই। মানু একজন তারকা। আর, আমি একজন চাকরিহীন কোচ। আমি চাকরির সন্ধান করছি। গত তিন বছর খুব কঠিন সময় কাটিয়েছি। আমি সেই ব্যাপারে কিছু জানাতে চাই না। কিন্তু, প্রশ্নটা হল কেউ কি আমাকে চাকরি দেবেন? কারণ, আমি দেশের জন্য কিছু করতে চাই।'
আরও পড়ুন- ১৪.২৫ কোটির বিদেশি সুপারস্টারকে বাতিলের পথে RCB! ‘ছোট্ট এই ঘটনা’ ঝড় তুলল নিলামের আগে
জসপাল বলেন, 'আমি কোনও ভুল করিনি। আমি নিজে টোকিও অলিম্পিকে হাজিরও ছিলাম না। যে লোকজন আমাকে গালাগালি করেছেন, আমাকে ট্রোল করেছেন, তাঁরা কি আমাকে শান্তি ফিরিয়ে দিতে পারবেন? হয়তো কখনও পারবেন না। আমি জানি না যে আমার জীবনে ঠিক কী অপেক্ষা করছে। কিন্তু, আমি দেশের জন্য ভালো কিছু করার অপেক্ষায় থাকব। আমি মানুর সঙ্গে আছি। কিন্তু, আমার চাকরির দরকার। কারণ, গত তিনবছরে আমি বেকার বসে আছি। যা আমাকে রীতিমতো পীড়া দেয়।'