শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার। ব্রাজিলের রিও ডি জেনেইরো থেকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট থেকে সোনা ছিনিয়ে আনলেন মানু ভাকের ও সৌরভ চৌধুরি। এই একই ইভেন্ট থেকে দেশের অপর দল যশশ্বিনী দেসওয়াল ও অভিষেক বর্মা রুপো ছিনিয়ে এনেছেন বিশ্বকাপের ফাইনাল দিনে। তাঁরা মানু-সৌরভের কাছে সোনা হারিয়েছেন। ১৭-১৫ ব্য়বধানে জিতেছেন মানুরা
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল রাইফেলে বিশ্বের এক নম্বর অপূর্বী চাণ্ডেলা। দেশের মেয়ে দীপক কুমারের সঙ্গে জুটি বেঁধে ভারতকে চতুর্থ সোনা এনে দিয়েছেন। মিক্সড এয়ার রাইফেলে শ্রেষ্ঠত্বের শিরোপা উঠেছে তাদের মাথায়। চলতি বছর চারটি আইএএসএফ বিশ্বকাপ ও একটি মাত্র জুনিয়র বিশ্বকাপ মিলিয়ে এটা ভারতের সেরা পারপরম্য়ান্স। রিও থেকে এবার ভারতের পাঁচটি সোনা, দু'টি রুপো ও দু'টি ব্রোঞ্জ এসেছে।
২০১৯-এর চারটি আইএএসএফ বিশ্বকাপ মিলিয়ে ভারতের সংগ্রহে এসেছে ১৬টি সোনা, চারটি রুপো ও ২টি ব্রোঞ্জ পদক। বিশ্বকাপের আসরে ভারতের ঝুলিতেই এখন সর্বোচ্চ পদক।
Read full story in English