Advertisment

প্রাপ্য টাকা চাওয়ায় সরকারের থেকে কী উত্তর পেলেন মনু ভাকর?

হরিয়ানার মেয়ে টুইট করে সে রাজ্যের সরকারকে তার প্রাপ্য টাকার কথা মনে করিয়েই বিপাকে পড়ল। পুরস্কার মূল্য নিয়ে বিতর্ক সৃষ্টি করার জন্য মনুকে ক্ষমা চাইতে বললেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Manu Bhaker vs Anil Vij

অনিল ভিজ ও মনু ভাকর (ছবি-টুইটার)

বিতর্কে জড়াল বছর ষোলোর ভারতীয় শুটার মনু ভাকর। হরিয়ানার মেয়ে টুইট করে সে রাজ্যের সরকারকে তার প্রাপ্য টাকার কথা মনে করিয়েই বিপাকে পড়ল। পুরস্কার মূল্য নিয়ে বিতর্ক সৃষ্টি করার জন্য মনুকে ক্ষমা চাইতে বললেন হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ। শনিবার টুইট করেই একথা বলেছেন তিনি।

Advertisment

শুক্রবার মনু টুইট করে জানিয়েছিল যে, যুব অলিম্পিকে স্বর্ণ পদক জেতার জন্য় হরিয়ানা সরকার তাকে ২ কোটি টাকা নগদ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এখন মনু সে টাকা পাননি। আর এতেই চটেছে ভিজ। এদিন তিনি একাধিক টুইট করেছেন। হরিয়ানার ক্রীড়ামন্ত্রী লিখলেন, “মনু ভাকরের উচিত ছিল বিষয়টা নিয়ে জনসমক্ষে আসার আগে  ক্রীড়া দফতরের কাছে সুনিশ্চিত করা। ভাকর অবশ্যই তার ২ কোটি টাকা পেয়ে যাবে। আমি নিজেই সেটা তখন টুইট করে জানিয়েছিলাম।” এখানেই শেষ নয় ভিজ আরও লেখেন, “প্লেয়ারদের মধ্যে একটা বিনম্রতা থাকা প্রয়োজন। ভাকরের ক্ষমা চাওয়া উচিৎ এই বিতর্ক সৃষ্টি করার জন্য। ওকে অনেকটা দূর যেতে হবে। নিজের খেলার ওপর ফোকাস করা উচিত।”

আরও পড়ুন: শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও বারবার লেখা যায় ইতিহাস, প্রমাণ করলেন অরুণিমা

অনিল ভিজের টুইটের প্রিন্টস্ক্রিন পোস্ট করে মনু লিখেছিল, “স্য়ার আমাকে নিশ্চিক করে বলুন এটা সত্যি। নাকি জুমলা?” ভাকর এও মনে করে যে, হরিয়ানা সরকারের কেউ পদকজয়ীদের পুরস্কার মূল্য নিয়ে ‘খেলা’ করছে। হরিয়ানা সরকার নীতিগত পরিবর্তন আনায় পুরস্কার মূল্যে একটা পরিবর্তন আসে। যুব অলিম্পিকের আগে সোনা জয়ীকে ১০ লক্ষ টাকা, রুপো জয়ীকে ৭.৫ লক্ষ টাকা ও ব্রোঞ্জ পদকের জন্য ৫ লক্ষ টাকা দেওয়া হতো। পরে যা বাড়িয়ে ২ কোটি টাকা, ১ কোটি ২৫ লক্ষ ও ৮০ লক্ষ করা হয়। যদিও গত ডিসেম্বরে সরকার ফের নীতি পরিবর্তন করে। সোনার জন্য ১ কোটি টাকা, রুপোর জন্য ৬৫ লক্ষ ও ব্রোঞ্জের জন্য ৪০ লক্ষ করা হয়। আর এই পরিবর্তন দেখেই মনু আশঙ্কিত হয়ে পড়েন যে. আদৌ সে সরকারের থেকে ২ কোটি টাকা পাবে কি না!

Advertisment