/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/ElKjwCBVkAA1r_c_copy_759x422.jpeg)
ধোনির রাজ্যের মনু কুমার। খেলেন চেন্নাই সুপার কিংস দলেই। রবিবারে আরসিবির বিরুদ্ধে আইপিএল অভিষেক ঘটল এই ক্রিকেটারের। চাঞ্চল্যকর তথ্য হল, ২০১৮ সাল থেকেই সিএসকে সংসারে রয়েছেন তিনি। তবে প্রথম ম্যাচ খেলতে সময় নিয়ে নিলেন ২ বছরের বেশি সময়।
২০ লক্ষ টাকায় সিএসকে ২০১৮ নিলামে কিনেছিল ধোনির রাজ্যের ক্রিকেটারকে। তারপর থেকে ডাগ আউটেই ছিলেন। ঝাড়খণ্ডের হয়ে ২২টি টি২০ ম্যাচে খেলেছেন তিনি।
আরো পড়ুন: একসময় খেতে পেতেন না, পাঁচ উইকেট নিয়ে আবেগী বরুণের স্বীকারোক্তি প্রকাশ্যে
বাড়ি রাঁচিতে। ধোনির শহরেই। বিহার দলেও খেলেছেন। অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন মনু। সব মিলিয়ে টি২০ ক্রিকেটে ৬.৯০ ইকোনমি রেটে ২৫টি উইকেট সংগ্রহ করেছেন।
MS makes his debut! #WhistlePodu for namma Monu Singh! ????????#Yellove#WhistleFromHome#RCBvCSKpic.twitter.com/yr2XHgx8hK
— Chennai Super Kings (@ChennaiIPL) October 25, 2020
এর আগেও সংযুক্ত আরব আমিরশাহি-তে ২০১৪ সালে ভারতীয় যুব দলের সঙ্গে গিয়েছিলেন মনু কুমার। তিন ম্যাচে সেই সময় চারটে উইকেট নিয়েছিলেন। মনুর সঙ্গেই সেই স্কোয়াডে ছিলেন শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব এবং সঞ্জু স্যামসন। সেই বছর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের ম্যাচেও প্রথম একাদশে খেলেছিলেন।
এ লিস্টের ক্রিকেটে ২৫ বছরের এই ক্রিকেটারের নামের পাশে ১১ উইকেট। যদিও এখনো প্রথম শ্রেণির ম্যাচে খেলেননি। টি২০ ক্রিকেটে মনুর সেরা বোলিং পারফরম্যান্স ১৪ রানের বিনিময়ে ৪ উইকেট।
২০১৮ সালে ঝাড়খণ্ডের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আট ম্যাচে ১২ উইকেট সংগ্ৰহ করেন। তারপরেই আইপিএলের চুক্তি আদায় করে নেন তিনি।
প্রবল ধোনি ভক্ত। খেলছেন ধোনির দলেই। ধোনিও শহর-তুতো ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন। তবে অভিষেকের জন্য একটু বেশি-ই সময় লেগে গেল, এই যা!
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন