Manvir Singh Injury: অনুশীলন করতে গিয়ে মারাত্মক চোট, ভারতের জার্সিতে খেলবেন না মনবীর

চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে। তার উপরে মনবীরের এই অপ্রত্যাশিত দুর্ঘটনা যে টিম ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে। তার উপরে মনবীরের এই অপ্রত্যাশিত দুর্ঘটনা যে টিম ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Manvir Singh

Manvir Singh Injury: বুধবার (১৯ মার্চ) মালদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। তবে এই ম্যাচ শুরুর আগেই একটি দুঃসংবাদ কার্যত সুনামির মতো বাগান শিবিরে আছড়ে পড়ল। চোটের কারণে খেলতে পারবেন না ভারতের তারকা ফুটবলার মনবীর সিং। কী হয়েছে মনবীরের? কীভাবেই বা চোট পেলেন? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

সূত্রের খবর, বুধবার খেলতে নামার আগে জিমে অনুশীলন করছিলেন মনবীর। ঠিক সেইসময় ওজন তুলতে গিয়ে কোমরে চোট পেয়েছেন তিনি। ইতিমধ্যে মনবীরের MRI রিপোর্ট হাতে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতভাবে এই ভারতীয় ফুটবলারের চোট অতটাও গুরুতর নয়। তবে টিম ম্য়ানেজমেন্ট মনবীরের চোট নিয়ে একেবারে ঝুঁকি নিতে নারাজ। আর সেকারণেই মালদ্বীপের বিরুদ্ধে তাঁকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কোয়েজ।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে। তার উপরে মনবীরের এই অপ্রত্যাশিত দুর্ঘটনা যে টিম ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের এই ম্যাচটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোমরের এই চোটের কারণে যদি বাংলাদেশের বিরুদ্ধে মনবীর মাঠে নামতে না পারেন, তাহলে সেটা অবশ্যই ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে একটা বড় ধাক্কা হবে।

অন্যদিকে, এই ম্যাচের হাত ধরেই আন্তর্জাতিক ফুটবলে কামব্যাক করছেন সুনীল ছেত্রী। গত বছর সুনীল ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু দূর্ভাগ্যের বিষয় হল, গত এক বছরে মানোলো মার্কোয়েজের কোচিংয়ে ভারতীয় ফুটবল দল একটাও ম্যাচ জিততে পারেনি। ২০২৩ সালের নভেম্বর মাসে টিম ইন্ডিয়া শেষবার কোনও ম্যাচে জয়লাভ করেছিল। এই পরিস্থিতিতে মানোলোর কোচিং কেরিয়ারের উপরেও বাড়তে শুরু করেছিল চাপ। আর সেকারণেই তিনি সুনীলকে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

Advertisment

প্রসঙ্গত, ভারত বনাম মালদ্বীপ ম্যাচটি সন্ধ্যা ৭টায় শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই ম্যাচের হাত ধরে টিম ইন্ডিয়া আবারও জয়ের সরণীতে ফিরতে পারে কি না, সেটাই আপাতত দেখার। 

AFC indian football team