বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। প্রথমার্ধে রায়ায়েল আলাকান্তার ও দ্বিতীয়ার্ধে জর্ডি আলবার গোলে নিজেদের ঘরের মাঠে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট। আপাত নিরীহ এই ম্যাচ নিয়ে এখনও আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও কারণটা একটু অন্যরকম।
এদিন ম্যাচের লাইমলাইট কেড়ে নিয়েছেন ইন্টার মিলানের মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। লুইস সুয়ারেজের ফ্রি-কিক রুখে দিয়ে শিরোনামে চলে এসেছেন বিশ্বকাপের রানার্স টিমের খেলোয়াড়। সুয়ারেজ টার্গেট করেছিলেন যে মানবপ্রাচীরের নিচ দিয়েই বলটা তিনি তে-কাঠিতে পাঠিয়ে দেবেন। সুয়ারেজের পরিকল্পনা বুঝতে পেরেই বক্সের ঠিক আগে ব্রোজোভিচ স্লাইড করে শুয়ে পড়েন। সুয়ারেজের শট তাঁর গায়ে লেগে প্রতিহত হয়ে যায়। চোটের জন্য গ্যালারিতে বসা মেসিও এই কাণ্ডকারখানা দেখে হেসে ফেলেন।
আরও পড়ুন: ১১ বছর পর মেসি-রোনাল্ডোকে ছাড়া এল-ক্লাসিকো
ব্রোজোভিচ ইনস্টাগ্রামে শট রুখে দেওয়ার ছবিটি পোস্ট করে লেখেন, "Here is the crocodile move! #EpicBrozo." ব্রোজোভিচ নিজেই এই মুভের নাম দিয়েছেন ক্রোকোডাইল মুভ। এই শট দেখার পর টুইটারে প্রতিক্রিয়ায় ভেসে গিয়েছে। ভিডিও এখন রীতিমতো ভাইরাল।