Advertisment

বিদায়ী ম্য়াচে ধারাভাষ্য় দিয়ে শুরু করে ফিল্ডার হিসাবে শেষ করলেন ট্রেসকথিক

পেশাদার ক্রিকেটকে অবশেষে বিদায় জানালেন মার্কাস ট্রেসকথিক। কিংবদন্তি ব্রিটিশ খেলোয়াড় সমারসেটের হয়ে জীবনের শেষ ম্য়াচ খেলেই ২৬ বছরের বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ৪৩ বছরের বাসিন্দা।

author-image
IE Bangla Web Desk
New Update
Marcus Trescothick end his cricketing carrier:

বিদায়ী ম্য়াচে ধারাভাষ্য় দিয়ে শুরু করে ফিল্ডার হিসাবে শেষ করলেন ট্রেসকথিক (ছবি-টুইটার/আইসিসি)

পেশাদার ক্রিকেটকে অবশেষে বিদায় জানালেন মার্কাস ট্রেসকথিক। কিংবদন্তি ব্রিটিশ খেলোয়াড় সমারসেটের হয়ে জীবনের শেষ ম্য়াচ খেলেই ২৬ বছরের বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন ৪৩ বছরের বাসিন্দা।

Advertisment

পেশাদার ক্রিকেটে ট্রেসকথিক একজন রানমেশিন ছিলেন। ৪০,৮২৬ রান রয়েছে তাঁর। আছে ৯৬টি শতরান। সমারসেটের হয়েই ২৭টা বছর ক্রিকেট খেলেছেন তিনি। যা অকল্পনীয়।

ট্রেসকথিক যদিও জীবনের শেষ ম্যাচে জয়ের স্বাক্ষী থাকতে পারেননি। অ্যালেস্টার কুকের এসেক্সের কাছে হারতে হয়েছে সমারসেটকে। এই ম্যাচের শেষ দিনের শেষ ১৫ মিনিট মাঠে ছিলেন ট্রেসকথিক। পরিবর্ত ফিল্ডার হিসাবেই তাঁকে নামানো হয়েছিল। স্লিপ কর্ডনে হাঁটু মুড়ে ফিল্ডিং কাটেন তিনি। আর এর আগে দিনের শুরুতে ধারভাষ্য়কার হিসাবেও পাওয়া যায় তাঁকে।  ম্যাচ শেষে তাঁকে মাঠেই দু'দলের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানায়।

আরও পড়ুন: জো রুটদের জন্য় ট্রেসকথিককে নিয়ে আসছে ইসিবি

ট্রেসকথিক ইংল্যান্ডের হয়ে ৭৬টি টেস্ট (৫৮২৫ রান, গড় ৪৩.৭৯) ও ১২৩টি ওয়ানডে (৪৩৩৫ রান, গড় ৩৭.৩৭) খেলেছিলেন। ব্রিটিশ ব্য়াটসম্য়ানের প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেট কেরিয়ারের পরিসংখ্য়ান চমকে দেওয়ার মতো। ৩৯১টি প্রথম শ্রেণির ম্য়াচে তাঁর ঝুলিতে আছে ২৬২৩৪ রান এবং ৩৭২টি লিস্টএ ম্যাচে তিনি করেছেন ১২২২৯ রান। ট্রেসকথিক ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার ছ'বছরের মধ্য়েই ইতি টানেন। চাপ জনিত সমস্য়ার জন্য় খেলা ছাড়তে বাধ্য় হন তিনি।

cricket ICC
Advertisment