হাতে আর আট দিন। বিশ্বকাপ জয়ের আনন্দকে আপাতত দূরে সরিয়ে নতুন উদ্য়মে বাইশ গজে নামবে ইংল্য়ান্ড। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহ্য়বাহী অ্যাশেজ খেলতে নামবে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য় ইংল্য়ান্ড দলে ব্য়াটিং পরামর্শদাতা হিসেবে যোগ দিতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ ওপেনার মার্কাস ট্রেসকথিক।
ট্রেসকথিক সদ্য়ই ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করে দিয়েছেন। এই মরসুম শেষ হলেই তিনি সমারসেটকে গুডবাই বলবেন। অ্যাশেজের প্রথম দুটি টেস্ট হবে এজবাস্টন ও লর্ডসে। ট্রেসকথিক শুধু দলের সঙ্গে ট্রেনিংয়েই নন, হোটেলেও থাকবেন। প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জোনাথন ট্রটকেও এই ভূমিকায় পাওয়া যাচ্ছে ইংল্য়ান্ড দলের সঙ্গে। আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট ম্য়াচের জন্য়ই তাঁকে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংল্য়ান্ডের হয়ে ৭৬টি টেস্ট খেলা ট্রেসকথিক অ্যাশেজ খেলেছেন ২০০৫-এ। তাঁর যথেষ্ঠ অভিজ্ঞতা রয়েছে। মনে করা হচ্ছে তিনি শুধু ইংল্য়ান্ডের খেলোয়াড়দের টেকনিক্যাল দিকটাই নয়, তাদের মানসিকতাও খুব ভালভাবেই বুঝতে পারবেন।
আরও পড়ুন: ম্য়াঞ্চেস্টার বিমানবন্দরে ‘অপমানিত’ আক্রম, ফেলে দিতে বলা হল ইনসুলিন
এখনই বোঝা যাচ্ছে না যে, ভবিষ্য়তে ট্রট আর ট্রেসকথিকের মধ্য়ে ইংল্যান্ড কাকে ব্য়াটিং কোচ হিসেবে বেছে নেবে। কারণ মার্ক রামপ্রকাশ কয়েক মাস আগেই ব্য়াটিং কোচের দায়িত্ব থেকে সরে আসেন। সেই পদে আপাতত কাউকে নিয়োগ করেনি ইসিবি। তবে মনে করা হচ্ছে ইসিবি-র প্রধান ব্য়াটিং কোচ গ্রাহাম থর্পের কাঁধ থেকে দায়িত্ব কমাতেই ট্রট-ট্রেসকথিক আনছে ইংল্য়ান্ড। থর্প এই মুহূর্তে কাঁধের চোটে কাবু। এমনকী অসুস্থতার জন্য় ট্রেনিংয়েও আসতে পারছেন না।
আগামী পয়লা অগাস্ট এজবাস্টনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৪ অগাস্ট থেকে লর্ডসে দ্বিতীয় টেস্ট, ২২ অগাস্ট থেকে হেডিংলিতে সিরিজের তৃতীয় টেস্ট। এরপর চতুর্থ ও পঞ্চম টেস্ট যথাক্রমে ওল্ড ট্র্য়াফোর্ড (৪-৮ সেপ্টেম্বর) ও দ্য় ওভালে (১২-১৬ সেপ্টেম্বর)। ২০১৭-১৮ মরসুমে অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাটিতে ইংল্য়ান্ডকে ৪-০ উড়িয়ে দিয়েছিল। জো রুটদের সামনে এবার প্রতিশোধ নেওয়ার পালা।