French Open 2019: সিটি অফ লাভে নেই রুশ সুন্দরী

মারিয়া শারাপোভার ফ্যানেদের জন্য় দুঃসংবাদ। আসন্ন ফরাসি ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন দু'বারের রোঁলা গারো চ্যাম্পিয়ন। কাঁধের সমস্যার জন্যই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মাশা।

মারিয়া শারাপোভার ফ্যানেদের জন্য় দুঃসংবাদ। আসন্ন ফরাসি ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন দু'বারের রোঁলা গারো চ্যাম্পিয়ন। কাঁধের সমস্যার জন্যই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মাশা।

author-image
IE Bangla Web Desk
New Update
Maria Sharapova pulls out of Roland Garros

সিটি অফ লাভে নেই রুশ সুন্দরী (ছবি-টুইটার/মারিয়া শারাপোভা)

মারিয়া শারাপোভার ফ্যানেদের জন্য় দুঃসংবাদ। আসন্ন ফরাসি ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন দু'বারের রোঁলা গারো চ্যাম্পিয়ন। কাঁধের সমস্যার জন্যই এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মাশা। গত জানুয়ারি থেকেই কোনও প্রতিযোগিতায় পাওয়া যায়নি সুপারপোভাকে। ওই মাসেই তাঁর কাঁধে অস্ত্রোপচার হয়েছিল। চলতি মাসের ২৬ তারিখ শুরু হবে ফরাসি ওপেন। শেষ হবে আগামী মাসের ৯ জুন।

Advertisment

Maria Sharapova withdraws from French Open, citing right shoulder শারাপোভার ইনস্টা পোস্ট

Advertisment


মাশা তাঁর ইনস্টাগ্রাম পোস্ট লেখেন, "ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলাম। কখনও কছিন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না। কিন্তু এর সঙ্গেই একটা ভাল খবরও শোনাতে চাই। আমি প্র্যাকটিসের জন্য কোর্টে ফিরেছি। ধীরে ধীরে কাঁধের শক্তি বাড়াচ্ছি। আগামী বছর পর্যন্ত প্যারিসকে মিস করব।" পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী শারাপোভা গত বছর রোঁলা গারোর শেষ আটে উঠেছিলেন। ২০১২ এবং ২০১৪ সালে তিনি চ্যাম্পিয়ন হন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন তিনি। অ্যাশলে বার্টির কাছে হেরে দেশে ফিরতে হয়েছিল টেনিসের গ্ল্যামকুইনকে।

আরও পড়ুন: কে এই নাওমি ওসাকা? নয়া যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়নের সম্বন্ধে কিছু তথ্য়

শারাপোভা নিজের সেরা ফর্মে ফেরার জন্য় দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছেন। ডোপিংয়ের জন্য় ১৫ মাস টেনিস থেকে নির্বাসিত ছিলেন। তারপর থেকেই মাশা ফিটনেস ইস্যুতে জর্জরিত। গতবার পুরুষদের মধ্যে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন রাফায়েল নাদাল। মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হন সিমোনা হালেপ। এবার খেতাব ধরে রাখার লড়াইতে নামবেন তাঁরা।