Advertisment

PAK vs NZ: কিউইদের স্কুল টিমের কাছেও শোচনীয় হার পাকিস্তানের! চাপম্যানের ঝড়ে ঝরে গেলেন আফ্রিদি-বাবররা

Pakistan vs New Zealand t20 series: ইরফান খান আর শাদাব খান চতুর্থ উইকেটে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। যার জেরে পাকিস্তানের রান ১৫০ পেরোয়। শাদাব দুটি ছক্কা এবং আর চারটে বাউন্ডারি মারেন। ইরফান ২০ বলে করেন অপরাজিত ৩০ রান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mark Chapman, Pakistan

Mark Chapman-Pakistan: চ্যাপম্যান ৪টি ছয় এবং ৯টি চার মারেন। (ছবি- টুইটার)

New Zealand tour to Pakistan: মার্ক চ্যাপম্যানের ৪২ বলে অপরাজিত ৮৭ রানের সুবাদে রাওয়ালপিন্ডিতে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারাল নিউজিল্যান্ড। এই ম্যাচ জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ সমতা ফেরাল কিউয়িরা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান, শাদাব খানের ২০ বলে ৪১ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে। চ্যাপম্যানের নেতৃত্বে নিউজিল্যান্ড ১০ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়।

Advertisment

ম্যাচে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। বাবর আজম ২৯ বলে ৩৭ রান তোলেন। সাইম আইয়ুব ২২ বলে করেন ৩২। নিউজিল্যান্ডের হয়ে প্রথম উইকেট সংগ্রহ করেন ইশ সোধি। পাকিস্তানের রান তখন ৫৫। রিজওয়ান চোট পেয়ে ২২ রানের মাথায় মাঠ ছাড়েন। নিউজিল্যান্ড ১৭ বলের ব্যবধানে বাবর আজম ও উইকেটরক্ষক-ব্যাটার উসমান খানকে আউট করে। তারপরে ইরফান খান আর শাদাব খান চতুর্থ উইকেটে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। যার জেরে পাকিস্তানের রান ১৫০ পেরোয়। শাদাব দুটি ছক্কা এবং আর চারটে বাউন্ডারি মারেন। ইরফান ২০ বলে করেন অপরাজিত ৩০ রান।

পাকিস্তানের ১৭৮ রান তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ড দুর্দান্ত শুরু করে। চ্যাপম্যান তখন দায়িত্ব নেন, ডিন ফক্সক্রফটের সঙ্গে ১১৭ রানের জুটি তৈরি করেন। চ্যাপম্যান ৪টি ছয় এবং ৯টি চার মারেন। তিনি অর্ধশতক পূর্ণ করেন ২৯ বলে। আর, দলকে জয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে সাহায্য করেন।

আরও পড়ুন-  ৮ ম্যাচে ৭ হার, নাইটদের কাছে থ্রিলারেও স্বপ্নভঙ্গ! তবু প্লে অফে যাবে RCB, এই সমীকরণ মিললেই

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ২০ ওভারে ১৭৮/৪ (শাদাব খান ৪১, বাবর আজম ৩৭; ইশ সোধি ২-২৫) নিউজিল্যান্ড ১৮.২ ওভারে ১৭৯/৩ (মার্ক চ্যাপম্যান ৮৭*; আব্বাস আফ্রিদি ২-২৭)। পাকিস্তান ৭ উইকেটে পরাজিত

T20 New Zealand Cricket Team pakistan Pakistan Cricket Team New Zealand Pakistan Cricket
Advertisment