Advertisment

বল তো নয়, যেন আগুনের গোলা! জানেন কত গতিতে বল করলেন এই ব্রিটিশ পেসার?

আজ ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারলে তার কৃতিত্ব অবশ্য়ই প্রাপ্য় বোলারদের। ঠিক দিনে তাঁরা জ্বলে উঠে ব্য়াটসম্য়ানদের কাজটা অনেকটাই সহজ করে দিলেন। উডও বুঝিয়ে দিলেন কেন গতির দুনিয়ায় তাঁর নামটা আসে বারবার।

author-image
IE Bangla Web Desk
New Update
Mark Wood today has bowled the joint-fastest ball of CWC19

বল তো নয়, যেন আগুনের গোলা! জানেন কত গতিতে বল করলেন এই ব্রিটিশ পেসার? (ছবি-আইসিসি, টুইটার)

England vs New Zealand Live Score: লর্ডসে চলছে মহারণ। টস জিতে প্রথমে ব্য়াট করে নিউজিল্য়ান্ড মাত্র ২৪১ রানে আট উইকেট হারিয়ে গুটিয়ে গেল। সৌজন্য়ে ইংল্যান্ডের দুরন্ত বোলিং। ব্রিটিশ বোলাররা এদিন কার্যত বোতলবন্দি করে রাখলেন কিউয়ি ব্য়াটসম্য়ানদের।

Advertisment

লিয়াম প্লাংকেট এবং ক্রিস ওকস বল হাতে জ্বলে উঠলেন। তিনটি করে উইকেট নিলেন তাঁরা। একটি করে উইকেট জোফ্রা আর্চার এবং মার্ক উডের। ইংরেজ পেস ব্রিগেডে সবচয়ে জোরে বল করেন মার্ক উড। তিনি আগুলের গোলা নিক্ষেপ করেন বাইশ গজে। চলতি বিশ্বকাপে যুগ্মভাবে দ্রুততম ডেলিভারিতে নিজের নামটা লিখিয়ে ফেললেন তিনি। ১৫৪ কিমি প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড করলেন উড। এই বিশ্বকাপে একমাত্র জোফ্রা আর্চার ও মিচেল স্টার্ক এই গতিতে বল করেছেন এর আগে। আইসিসি টুইট করে সেই তথ্য় জানিয়ে দিল।

আজ ইংল্যান্ড বিশ্বকাপ জিততে পারলে তার কৃতিত্ব অবশ্য়ই প্রাপ্য় বোলারদের। ঠিক দিনে তাঁরা জ্বলে উঠে ব্য়াটসম্য়ানদের কাজটা অনেকটাই সহজ করে দিলেন। উডও বুঝিয়ে দিলেন কেন গতির দুনিয়ায় তাঁর নামটা আসে বারবার।

England New Zealand Cricket World Cup
Advertisment