৩৮ বলে ১০২ করলেন গাপটিল

ফের একটা মারকাটারি ইনিংস খেললেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ৩৮ বলে ১০২ করলেন তিনি। ইংলিশ কাউন্টি ক্রিকেটের ভাইটালিটি ব্লাস্টে এরকমই বিধ্বংসী মেজাজে পাওয়া গেল গাপটিলকে।

ফের একটা মারকাটারি ইনিংস খেললেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ৩৮ বলে ১০২ করলেন তিনি। ইংলিশ কাউন্টি ক্রিকেটের ভাইটালিটি ব্লাস্টে এরকমই বিধ্বংসী মেজাজে পাওয়া গেল গাপটিলকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের একটা মারকাটারি ইনিংস খেললেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ৩৮ বলে ১০২ করলেন তিনি। ইংলিশ কাউন্টি ক্রিকেটের ভাইটালিটি ব্লাস্টে এরকমই বিধ্বংসী মেজাজে পাওয়া গেল গাপটিলকে। নর্দ্যাম্পটনশায়ারকে গুড়িয়ে উস্টারশায়ার ৪১ বলে বাকি থাকতে নয় উইকেটে ম্যাচ জিতে নিল।

Advertisment

শুক্রবার নর্দ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উস্টারশায়ার। নর্দ্যাম্পটনশায়ার ১৮৮ রানের টার্গেট দেয় উস্টারশায়ারকে। গাপটিল নেমেই ঝড় তোলেন। ৩৮ বলে ১০২ করে আউট হয়ে যান তিনি। ১২টি চার ও ৭টি ছক্কায় নিজের ইনিংস সাজান এই কিউয়ি ব্যাটসম্যান। 

Advertisment

ঘরোয়া টি-২০ ক্রিকেটে এই নিয়ে চারটি সেঞ্চুরি করে ফেললেন গাপটিল৷ সব মিলিয়ে যুগ্মভাবে ক্রিকেট ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরিকারী হিসেবে নাম লেখালেন তিনি৷ কিন্তু ৩৫ বলে শতরানের আন্তর্জাতিক রেকর্ডটি রয়েছে কোরি গাপটিলের সতীর্থ কোরি অ্যান্ডারসনের। যদিও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে গাপটিলের ঝুলিতেই (২২৭১)