Advertisment

বিশ্ব চ্য়াম্পিয়নশিপের আগে সোনা জিতেই নেট প্র্য়াকটিস মেরির

আবার সোনা জিতলেন মেরি কম। ছ'বারের বিশ্ব চ্য়াম্পিয়ন মেরি রবিবার ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট কাপের ফাইনালে নেমেছিলেন। মেয়েদেন ৫১ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার এপ্রিল ফ্র্য়াঙ্ককে ৫-০ গুঁড়িয়ে দিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mary Kom wins gold medal

বিশ্ব চ্য়াম্পিয়নশিপের আগে সোনা জিতেই নেট প্র্য়াকটিস মেরির

আবার সোনা জিতলেন মেরি কম। ছ'বারের বিশ্ব চ্য়াম্পিয়ন মেরি রবিবার ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোতে অনুষ্ঠিত ২৩তম প্রেসিডেন্ট কাপের ফাইনালে নেমেছিলেন। মেয়েদেন ৫১ কেজি বিভাগে অস্ট্রেলিয়ার এপ্রিল ফ্র্য়াঙ্ককে ৫-০ গুঁড়িয়ে দিলেন তিনি।

Advertisment

৩৬ বছরের মেরি গত মে মাসে ইন্ডিয়া ওপেন বক্সিংয়েও স্বর্ণপদক জেতেন। কিন্তু অলিম্পিক কোয়ালিফিকেশনে নিজের সম্ভাবনা বাড়াতেই এশিয়ান চ্য়াম্পিয়নশিপে অংশ নেননি তিনি। মে মাসেই থাইল্য়ান্ডে এশিয়ান চ্য়াম্পিয়নশিপ হয়েছিল। মেরি বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আগে নিজেকে পরখ করে নিতেই প্রেসিডেন্ট কাপে নেমছিলেন। সোনা জয়ের খবর নিজেই টুইট করে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বরেকর্ড মেরি কমের, সোনার ‘ছয়-লাপ’

 

গত বছর দিল্লিতে মেরি কেরিয়ারের ছ'নম্বর বিশ্ব চ্য়াম্পিয়ন খেতাব জিতেছিলেন। নভেম্বরে সেই ইভেন্টে ইতিহাস লিখেছিলেন মেরি।  ইউক্রেনের হান্না ওখোতাকে ৫-০ হারিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সফলতম বক্সার (পুরুষ বা মহিলা), কিংবদন্তি কিউবান বক্সার ফেলিক্স সাভনের সঙ্গে একাসনে বসেন তিনি। এই টুর্নামেন্টে সামগ্রিকভাবে এটি মেরি সপ্তম পদক জেতেন। ছ’টি সোনা এবং একটি রূপো। রাশিয়ার একাতেরিনবার্গে আসন্ন বিশ্ব চ্য়াম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখানে ভাল ফল করেই টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করতে চাইবেন মেরি।

mary kom
Advertisment