Advertisment

এখনও বিপদমুক্ত নন মাশরাফি, ফের ধরা পড়ল করোনা

এই নিয়ে মোট তিনজন বাংলাদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। আগেই আক্রান্তের তালিকায় নাম লিখিয়েছিলেন নাফিস ইকবাল। যিনি বাংলাদেশের প্রাক্তন ওপেনার ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের বাছাই খেলার খবর: স্বার্থ সংঘাতে বিদ্ধ সৌরভ, ধৃত ক্রিকেটার, ভারতেই বৃহত্তম স্টেডিয়াম

মাশরাফি মোর্তাজা

এখনও করোনা-মুক্ত নন মাশরাফি মোর্তাজা। ১৫ দিন পর করোনা পরীক্ষাতে ফের পজিটিভ রিপোর্ট এল তারকা ক্রিকেটারের।

Advertisment

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী শনিবারই এই খবর কনফার্ম করেন। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী দেবাশিস বাবু জানিয়েছেন, "আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ৮ তারিখে আরো একবার টেস্ট করা হবে ওঁকে। সেই সময়ে শরীর থেকে করোনা-মুক্ত হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে রোগী ১৪ দিন পরেই করোনায় নেগেটিভ আসে। তবে এটাই একমাত্র নিয়ম নয়। কিছু কিছু ব্যক্তির একটু বেশি সময় লাগে।"

গত জুন মাসের ২০ তারিখে মাশরাফি নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে তাঁর। তারপরেই ঢাকায় নিজের বাড়িতে হোম আইসোলেশনে চলে গিয়েছিলেন তিনি।

স্পোর্টস্টার কে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফির ছোট ভাই মুর্শলিন মুর্তজা সেইসময় জানিয়েছিলেন, “শেষ কয়েকদিন শরীর মোটেই ভালো ছিল না ওর। তাই নমুনা পরীক্ষা করতে দেয়। সেই ফলাফল পজিটিভ এসেছে। মাশরাফি এখন বাড়িতে সেল্ফ আইসোলেশনে রয়েছে।”

বাংলাদেশের একাধিক মিডিয়া সূত্রে জানা গিয়েছে, মাশরাফির পরিবারের বেশ কয়েকজন কোভিড আক্রান্ত হয়েছিলেন আগে। বিসিবি সূত্রে জানানো হয়েছে, কিছুদিন আগে আরো একবার করোনা টেস্ট হয় মাশরাফির। সেখানেও তিনি পজিটিভ ধরা পড়েন।

এই নিয়ে মোট তিনজন বাংলাদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। আগেই আক্রান্তের তালিকায় নাম লিখিয়েছিলেন তামিম ইকবালের দাদা নাফিস ইকবাল। যিনি বাংলাদেশের প্রাক্তন ওপেনার ছিলেন। গতমাসে বাংলাদেশের ডেভেলপমেন্ট কোচ তথা প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার আশিকুর রহমান করোনা ভাইরাসে সংক্রমিত হন।

মাশরাফি মোর্তাজা ২০১৮ সালে নড়াইল কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। করোনা অতিমারীর সময়ে নিজের কেন্দ্রেই পরিষেবার কাজে যুক্ত ছিলেন। সেখানেই সম্ভবত সংক্রমিত হন তিনি।

Bangladesh Cricket corona virus
Advertisment