বিশ্বকাপ সবে শুরু হয়েছে। এমন সময়েই গড়াপেটার অভিযোগে তোলপাড় ভারতীয় ফুটবল। দেশের একাধিক ফুটবল ক্লাবের গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে সিবিআই তদন্ত শুরু করেছে। সোমবারে আধিকারিকদের তরফে এমনটাই জানানো হয়েছে।
সপ্তাহ দুয়েক আগে সিবিআই-য়ের এই তদন্ত শুরু হয়। সেই সময়েই ভারতীয় ফুটবল ফেডারেশনের দফতরে গিয়ে একাধিক ক্লাবের বিষয়ে তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই-য়ের নজরে রয়েছেন সিঙ্গাপুরের এক জুয়াড়ি। যিনি ম্যাচের ফলাফল নির্ধারণে ভূমিকা নিয়েছেন বলে দাবি।
আরও পড়ুন: থেমে থেমে বাফারিং, শব্দ শুনতেই পাওয়া গেল না! বিশ্বকাপ সম্প্রচারে বেনজির রোষের মুখে Jio Cinema
প্রাথমিক তদন্তে সিবিআইয়ের তরফে অভিযুক্তের নাম এখনই ফাঁস করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তদন্ত যাতে কোনওভাবেই বাধাপ্রাপ্ত না হয়, সেই জন্যই আপাতত প্রকাশ্যে আনা হচ্ছে না সংশ্লিষ্ট জুয়াড়ির নাম।
জানা যাচ্ছে, বেশ কিছু ক্লাবের বিষয়ে নথি সংগ্রহ করে ফেললেও নজরে রয়েছে আরও ক্লাব। যাদের নথিপত্র সংগ্রহ করার কাজ চালানো হচ্ছে। এছাড়াও বেশ কিছু ভারতীয় ক্লাবের সাহায্যও নেওয়া হচ্ছে তদন্তে গতি আনার জন্য।
আরও পড়ুন: বিশ্বকাপে প্ৰথম ম্যাচেই বিতর্ক! ইকুয়েডরের ন্যায্য গোল বাতিলে তুঙ্গে ক্ষোভ, দেখুন
নিয়ম অনুযায়ী, প্রাথমিক তদন্তের সময় সিবিআই তল্লাশি, গ্রেফতার বা কাউকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে না। প্রাথমিক তদন্তের ক্ষেত্রে নিজস্ব স্টেকহোল্ডারদের সাহায্য নেওয়া হয়। তারপরে তদন্তের গতিপ্রকৃতি অনুযায়ী, এফআইআর দায়ের করা হয়। আইএসএল, আইলিগ নাকি অন্য কোনও লিগে খেলা ক্লাব সন্দেহের তালিকায়, তা এখনও জানা যায়নি।