Advertisment

বক্সিং ডে টেস্ট: মেলবোর্নে ম্য়াথিউ ওয়েড যখন মাইকেল জ্য়াকসন

টেস্টের প্রথম দিনেই কিউয়ি পেসারদের বাউন্সার আর ইয়র্কারে নাজেহাল হয়েছেন অজি ব্য়াটসম্য়ানরা। আর এই বল সামলাতে গিয়েই বাইশ গজে মাইকেল জ্য়াকসন মুভ নিয়ে আসলেন ম্য়াথিউ ওয়েড।

author-image
IE Bangla Web Desk
New Update
Matthew Wade just literally did a 'Michael Jackson move

বক্সিং ডে টেস্ট: মেলবোর্নে ম্য়াথিউ ওয়েড যখন মাইকেল জ্য়াকসন

মেলবোর্নে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। টেস্টের প্রথম দিনেই কিউয়ি পেসারদের বাউন্সার আর ইয়র্কারে নাজেহাল হয়েছেন অজি ব্য়াটসম্য়ানরা। আর এই বল সামলাতে গিয়েই বাইশ গজে মাইকেল জ্য়াকসন মুভ নিয়ে আসলেন ম্য়াথিউ ওয়েড।

Advertisment

বৃহস্পতিবার মেলবোর্নে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্য়াট করতে পাঠায় নিউজিল্য়ান্ড। চার নম্বরে ব্য়াট করতে নামেন ম্য়াথিউ ওয়েড। তিনি ক্রিসে এসেই কিউয়ি পেসার নিল ওয়াগনারের বলের সামনে পড়েন। তাঁর বাউন্সারের ঠেলায় ক্রিজে টিকে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছিল ওয়েডের। আর এই বল সামলাতে গিয়েই তিনি বিপাকে পড়েন।

আরও পড়ুন-এশিয়া একাদশে আমন্ত্রণ নেই পাকিস্তানের, দলে পাঁচ ভারতীয় ক্রিকেটার: রিপোর্ট

ওয়েডের অবস্থানের সঙ্গে প্রয়াত পপ সম্রাট জ্য়াকসনের বহু চর্চিত ''গ্র্য়াভিটি-ডিফাইং টিল্ট''-এর মিল পায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তারাই ওয়েড আর জ্য়াকসনের ছবি জুড়ে কোলাজ বানিয়েছে।

জ্য়াকসনের এই মুভ আলোড়ন ফেলে দিয়েছিল ১৯৮৮ সালে ''স্মুথ ক্রিমিনাল'' ভিডিওটি সামনে আসার পর। এই গানে দু'টি লাইন ঘুরে ফিরে এসেছিল বারবার, ''অ্যানি আর ইউ ওকে? সো অ্যানি আর ইউ ওকে?'' আর সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে ক্রিকেটডটকমডটএইউ লেখে, ''ওয়েডি আর ইউ ওকে? আর ইউ ওকে, ওয়েডি? ''

আরও পড়ুন-বিশ্বরেকর্ড: বোলার হিসাবে যা করলেন অ্যান্ডারসন তা আগে কেউ করেননি কখনও

অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে। ডেভিড ওয়ার্নার আর জো বার্নসের ব্য়াটে খেলা শুরু করে অজিরা। প্রথম ওভারেই বার্নস আউট হয়ে যান কোনও রান না-করে। এরপর মার্নাস লাবুশানে আর ওয়ার্নার দলকে এগিয়ে নিয়ে যায়। ওয়ার্নার ফেরেন ৪১ রানে। লাবুশানে ৬৩ করে আউট হন। এরপর ওয়েড আউট হন ৩৮ করে। দিনের শেষে স্টিভ স্মিথ (৭৭) আর ট্র্যাভিস হেড (২৫) অপরাজিত আছেন ক্রিজে।

Cricket Australia New Zealand
Advertisment