ওয়েডের অবস্থানের সঙ্গে প্রয়াত পপ সম্রাট জ্য়াকসনের বহু চর্চিত ''গ্র্য়াভিটি-ডিফাইং টিল্ট''-এর মিল পায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তারাই ওয়েড আর জ্য়াকসনের ছবি জুড়ে কোলাজ বানিয়েছে।
জ্য়াকসনের এই মুভ আলোড়ন ফেলে দিয়েছিল ১৯৮৮ সালে ''স্মুথ ক্রিমিনাল'' ভিডিওটি সামনে আসার পর। এই গানে দু'টি লাইন ঘুরে ফিরে এসেছিল বারবার, ''অ্যানি আর ইউ ওকে? সো অ্যানি আর ইউ ওকে?'' আর সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে ক্রিকেটডটকমডটএইউ লেখে, ''ওয়েডি আর ইউ ওকে? আর ইউ ওকে, ওয়েডি? ''
অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে। ডেভিড ওয়ার্নার আর জো বার্নসের ব্য়াটে খেলা শুরু করে অজিরা। প্রথম ওভারেই বার্নস আউট হয়ে যান কোনও রান না-করে। এরপর মার্নাস লাবুশানে আর ওয়ার্নার দলকে এগিয়ে নিয়ে যায়। ওয়ার্নার ফেরেন ৪১ রানে। লাবুশানে ৬৩ করে আউট হন। এরপর ওয়েড আউট হন ৩৮ করে। দিনের শেষে স্টিভ স্মিথ (৭৭) আর ট্র্যাভিস হেড (২৫) অপরাজিত আছেন ক্রিজে।