MBSG vs BFC ISL 2025 Updates: চলতি আইএসএল টুর্নামেন্টে (ISL 2024-25) আরও একবার জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। এই ম্য়াচে মেরিনার্স ব্রিগেডের হয়ে একটি করে গোল করলেন জেমি ম্য়াকলারেন এবং জেসন কামিন্স। ফাইনাল ম্য়াচে ২-১ গোলে জয়লাভ করল মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত সময়ে দুটো দলই একটি করে গোল করেছিল। শেষপর্যন্ত অতিরিক্ত সময়ে গোল করে ট্রফি ছিনিয়ে নেয় সবুজ-মেরুন ব্রিগেড।
এই ম্য়াচের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, ম্য়াচ যত সামনের দিকে এগোতে থাকে, বেঙ্গালুরুও (Bengaluru FC) তত আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে। যদিও শেষপর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি।
তবে এক্ষেত্রে বলে রাখা ভাল, ম্যাচের ৮ মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহনবাগান। বক্সের মধ্যে ছিলেন আশিস রাই, জেসন কামিন্স এবং জেমি ম্য়াকলারেন। ম্য়াকলারেন গোলমুখী শট নিলেও গুরপ্রীতের হাত থেকে বলটা ছিটকে যায়। সামনেই দাঁড়িয়ে ছিলেন জেসন কামিন্স। কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই অজি ফুটবলার।
আত্মঘাতী গোল রডরিসের
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই চাপ বেড়ে যায় মোহনবাগানের উপর। ৪৯ মিনিটে অ্যালবার্তো রডরিগসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। বক্সের বাঁ-দিক থেকে ক্রস বাড়িয়েছিলেন রায়ান উইলিয়ামস। অ্যালবার্তো রডরিগস কিন্তু বলটা ব্লক করতে গিয়েছিলেন। কিন্তু, শেষপর্যন্ত সেটা ক্লিয়ার করতে পারলেন না তিনি। বলটা তাঁর শরীরে প্রতিহত হয় দ্বিগুণ গতিতে বাগানের জালে জড়িয়ে গেল। মেরিনার্স ব্রিগেডের শেষ প্রহরী বিশাল কাইথ নড়ার সুযোগটুকু পেলেন না।
সমতা ফেরালেন কামিন্স
বেঙ্গালুরুর এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচের ৭২ মিনিটে সমতা ফেরাল মোহনবাগান সুপার জায়ান্ট। পেনাল্টি থেকে গোল করলেন জেসন কামিন্স। বলটা লেফট বটম কর্নার দিয়ে বেঙ্গালুরুর জালে জড়িয়ে যায়। গুরপ্রীত শরীর ভাসিয়ে বলটা আটকানোর চেষ্টা করলেও, কামিন্সের শটে যে গতি ছিল, তার সঙ্গে এঁটে উঠতে পারেননি। গোটা সল্টলেক স্টেডিয়ামের ৬০,০০০ দর্শক একসঙ্গে গর্জন করে উঠল। আর সেইসঙ্গে পাপস্খলন হয় কামিন্সের।
ম্যাকলারেনের গোলে ইতিহাস মোহনবাগানের
অবশেষে ৯৬ মিনিটে জেমি ম্য়াকলারেনের পা থেকে আসে মোহনবাগানের জয়সূচক গোল। গ্রেগের থেকে বল পেয়েছিলেন। এরপর গুরপ্রীতের দু'পায়ের ফাঁক দিয়ে তিনি জোরাল শট মারেন। এরপর আর বাগানকে ফিরে তাকাতে হয়নি। এই গোলের সঙ্গে সঙ্গেই মোহনবাগানের ইতিহাস লেখা হয়ে গিয়েছিল।