এ বছর পদ্মবিভূষণের জন্য় ছ'বারের বিশ্বচ্য়াম্পিয়ন মেরি কম ও পদ্মভূষণের জন্য় দেশের বিশ্বচ্য়াম্পিয়ন শাটলার পিভি সিন্ধুর নাম মনোনীত করা হয়েছে। এমনটাই খবর সর্বভারতীয় এক সংবাদ মাধ্য়মের।
দেশের ক্রীড়ামন্ত্রক এবার ইতিহাস লিখল। এই প্রথমবার পদ্ম পুরস্কারে শুধু মহিলাদেরই মনোনীত করল তারা। এ বছর পদ্মবিভূষণের জন্য় ছ'বারের বিশ্বচ্য়াম্পিয়ন মেরি কম ও পদ্মভূষণের জন্য় দেশের বিশ্বচ্য়াম্পিয়ন শাটলার পিভি সিন্ধুর নাম মনোনীত করা হয়েছে। এমনটাই রিপোর্ট সর্বভারতীয় এক সংবাদ মাধ্য়মের
Advertisment
-->
মেরি-সিন্ধু ছাড়াও পদ্ম পুরস্কারের মনোনয়ন পেয়েছেন কুস্তিগীর বিনেশ ফোগাট, টেবিল টেনিস স্টার মণিকা বাত্রা, ভারতের টি-২০ দলের ক্য়াপ্টেন হরমনপ্রীত কউর, হকির ক্য়াপ্টেন রানি রামপাল, প্রাক্তন শুটার সুমা শিরুর ও পর্বতারোহী জমজ বোন তাশি ও নুংশি মালিক।