শচীনের অনুমতি না নিয়েই কিংবদন্তি ক্রিকেটারের নাম, গলার স্বর এবং ছবি ব্যবহার করে ওষুধ বিক্রি চালিয়ে যাচ্ছিল এক চক্র। এমন ঘটনা সামনে আসতেই অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মুম্বই পুলিশের তরফে এফআইআর দায়ের করা হল। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে।
জানানো হয়েছে, গত বৃহস্পতিবার শচীনের এক সহযোগী পশ্চিম মুম্বইয়ের সাইবার সেল বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পত্রে বলা হয়েছে, অনলাইনে তিনি সম্প্রতি এক বিজ্ঞাপনের মুখোমুখি হয়েছেন যেখানে মাস্টার ব্লাস্টারের নাম ব্যবহার করে এক ওষুধ দ্রব্যের প্রমোশন করা হচ্ছিল। এমনকি শচীনের নামেই রয়েছে ওয়েবসাইট- শচীনহেলথ.ইন। সেখানে শচীনের ছবি ব্যবহার করে রমরমিয়ে চলছিল ব্যবসা।
শচীনের অনুমতি না নিয়েই বিজ্ঞাপনী প্রচার যেভাবে চালানো হচ্ছিল, এতে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কিংবদন্তির নজরে আসতেই তিনি সহযোগীকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় (৪২০, ৪৬৫, ৫০০) এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের তরফে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে।
Read the full article in ENGLISH